হাতিবাগানে পঞ্চম রেস্টুরেন্ট খুলল আহারে বাঙালী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৪ অগস্ট '২৩):- শারদোৎসবের প্রাক্কালে লোভনীয় খাদ্য সম্ভারের নিরিখে খাদ্যরসিক বাঙালীদের গন্তব্য স্থল হয়ে উঠতে, গতকাল সন্ধ্যায় উত্তর কোলকাতার হাতিবাগানের 'রূপবাণী' প্রেক্ষাগৃহের প্রাঙ্গণে ৭০ আসন বিশিষ্ট নিজেদের পঞ্চম রেস্টুরেন্ট খুলল 'আহারে বাঙালী'।

কয়েকজন প্রান্তিক শিশুদের হাতে আহার ও বস্ত্রসামগ্রী তুলে দিয়ে সাংবাদিকদের সামনে নিজেদের ব্যবসায়িক প্রগতির কথা ব্যক্ত করেন এই রেস্টুরেন্টের দুই অংশীদার।


'আহারে বাঙালী'-র দুই অংশীদার রঞ্জন সাহা এবং নেপাল সাহা একযোগে জানিয়েছেন, " সল্টলেক, বাগুইআটি, দমদম ক্যান্টনমেন্ট ও নাগেরবাজারের পর এবার হাতিবাগানে ব্যবসা শুরু করল 'আহারে বাঙালী'।"

'আহারে বাঙালী'-র তরফ থেকে আরো জানানো হয়েছে, "খাদ্যরসিকদের জন্য প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্ট খোলা থাকবে, হোম ডেলিভারির সুযোগ মিলবে এই রেস্টুরেন্ট থেকে।"

Comments