কোলকাতায় হয়ে গেল এই বছরের জেকে টায়ার লেডিস পাওয়ার ড্রাইভ ২০২৩ প্রতিযোগিতা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২২ অগস্ট '২৩):- চরম উন্মাদনার মাধ্যমে শেষ হল এই বছরের বহু প্রতিক্ষিত 'জেকে টায়ার লেডিস পাওয়ার ড্রাইভ ২০২৩' (JK Tyre Ladies Power Drive 2023) নামাঙ্কিত মহিলাদের মোটরযান চালন প্রতিযোগিতা।
ভারতীয় মহিলাদের মোটর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগ্রহকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

'ফেডারেশন অব মোটর স্পোর্ট ক্লাবস অব ইণ্ডিয়া' (Federation of Motor Sport Clubs of India)-র তত্ত্বাবধানে এবং 'জাস্ট স্পোর্টজ' (Just Sportz) ও 'ইস্টার্ন মোটর স্পোর্টস অটোমোবাইল অ্যাসোসিয়েশন' (Eastern Motor Sports Automobile Association)-এর পরিচালনায় ২০ অগস্ট কোলকাতায় হয়ে গেল এই প্রতিযোগিতা।

২১ থেকে ৭৫ বছরের ৮০ জন মহিলা কোলকাতার বুকে আয়োজিত বহু চর্চিত এই মোটরযান চালন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

রাজারহাট নিউটাউনে অবস্থিত ওয়েস্টিন হোটেল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে চার ঘণ্টা ধরে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে আবার ওয়েস্টিন হোটেলে এসেই শেষ হয়।


'জেকে টায়ার লেডিস পাওয়ার ড্রাইভ ২০২৩' নামাঙ্কিত এই বছরের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শাশ্বতী নাগ চৌধুরী (চালক) ও ইপ্সিতা দাস (সহ চালক), দ্বিতীয় স্থান অর্জন করেছেন সুমন্তিকা চৌধুরী (চালক) সংহিতা রায় (সহ চালক) ও সুপর্ণা দত্ত এবং তৃতীয় হয়েছেন পৌলমী প্রামানিক (চালক) ও পুনম দাস (সহ চালক)।

Comments