যৌথভাবে রাধাকান্ত শিকদার পুরস্কার পেলেন ডঃ পার্থসারথি চক্রবর্তী এবং ডঃ দেবীপ্রসাদ দুয়ারী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৭ অগস্ট '২৩):- এই বছর যৌথভাবে 'রাধাকান্ত শিকদার পুরস্কার ২০২৩' (Radhakanta Sikdar Award 2023) পেলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সেবানিবৃত্ত মুখ্য বৈজ্ঞানিক ডঃ পার্থসারথি চক্রবর্তী (Dr. Partha Sarathi Chakroborty, Rtd. Chief Scientist, Department of Science & Technology, Government of West Bengal) এবং এম পি বিড়লা প্ল্যানেটরিয়ম-এর প্রাক্তন নির্দেশক ডঃ দেবীপ্রসাদ দুয়ারী (Dr. Devi Prasad Duari, Former Director, M P Birla Planetarium)।

৫ অগস্ট বিধাননগরের 'ইণ্ডিয়ান পাওয়ার কর্পোরেশন লিমিটেড'-এর প্রেক্ষাগৃহে আয়োজিত 'জিওইন্টেলিজেন্স ফর স্মার্ট ফার্মিং : ইন্টারন্যাশনাল ব্রেনস্টর্মিং (Geointelligence for Smart Farming : International Brainstorming) শীর্ষক এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন 'রাধানাথ সিকদার ইনস্টিটিউট অব জিওস্পাটিয়াল সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি'-র অধ্যক্ষ ডঃ বিশ্বজিৎ রায়চৌধুরী (Dr. Biswajit Roy Chowdhury, Chairman, Radhanath Sikdar Institute of Geospatial Science & Technology)।

অনুষ্ঠানের অঙ্গ রূপে ওইদিন 'আরাহাস টেকনোলজিস প্রাইভেট লিমিটেড' (Arahas Technologies Pvt. Ltd.) এবং 'ক্রিডার্প- আ ব্লকচেইন এগ্রিস্টেক' (KriDarp - A Blockchain Agristack)-এর সাথে পৃথক দুটো মউ (MoU) চুক্তি স্বাক্ষর করে 'আরএসআইজিএসটি' (RSIGST)।

Comments