রাজ্যসভার সাংসদের উপস্থিতিতে স্বতন্ত্রতা দিবস পালন করল কেওড়াপুকুর সুকান্তপল্লী কালী মন্দির সমিতি


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৫ অগস্ট '২৩):- রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী (Shubhashis Chakroborty, MP Rajyasabha) ও কোলকাতা পৌরনিগমের ১২২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সোমা চক্রবর্তী (Soma Chakroborty, Councillor, Word No. 122, Kolkata Municipal Corporation)-র উপস্থিতিতে আজ স্বতন্ত্রতা দিবস পালন করল 'কেওড়াপুকুর সুকান্তপল্লী কালী মন্দির সমিতি' (Keorapukur Sukantapally Kali Mandir Samity)।


'কেওড়াপুকুর সুকান্তপল্লী কালী মন্দির সমিতি'-র কোষাধ্যক্ষ সুজলকুমার মান্না, সম্পাদক তারাশঙ্কর নস্কর-এর মাঝে দাঁড়িয়ে সমিতির সভাপতি সোমনাথ হালদার জানান, " প্রকৃতি পরিবেশ বাঁচাও, সম্প্রতি রক্ষা তথা সৌভ্রাতৃত্বের নজির রূপে দেশের ৭৭ তম স্বতন্ত্রতা দিবস উপলক্ষ্যে আজ সকাল ৯ টায় এলাকার প্রায় ২০০ নরনারী ও শিশুদের সাথে নিয়ে কালী মন্দির থেকে এক শোভাযাত্রা বের হয়ে এলাকা পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে ও ভাবগম্ভীর পরিবেশে শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।"

প্রসঙ্গত উল্লেখ্য, এলাকার নরনারীদের সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে 'কেওড়াপুকুর সুকান্তপল্লী কালী মন্দির সমিতি'।


Comments