উচ্ছ্বাসের পরিবর্তে ধর্মীয় রীতি মেনে ভাবগম্ভীর ভাবে মহরম পালনের আহ্বান জানাল অল ইণ্ডিয়া মাইনরিটি ফোরাম


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৭ জুলাই '২৩):- আজ কোলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতির খণ্ডপীঠ (Division bench of the Chief Justice, Kolkata High Court) যখন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-কে মহরমের দিন ড্রাম বাজানোর উপর বিভিন্ন রকম নির্দেশ সম্বলিত এক বিজ্ঞপ্তি জারি করার আদেশ দিয়েছেন ঠিক তখন আজই সায়াহ্নে কোলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে 'অল ইণ্ডিয়া মাইনরিটি ফোরাম'-এর সভাপতি তথা ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী (Idris Ali, MLA Bhagawangola & President, All India Minority Forum) মুসলিম সমাজকে বার্তা দিয়ে বলেছেন, "মহরম কোনো আনন্দ অনুষ্ঠান নয়, তাই শুধুমাত্র ধর্মীয় রীতি মেনে শান্তি সহকারে শোভাযাত্রায় অংশ নিতে হবে।"

সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে 'নখোদা মসজিদ'-এর ইমাম মৌলানা কোয়ারী সফিক কাশমি (Maulana Quari Safiq Kashmi, Imam, Nakhoda Mosque) বলেছেন, "ত্যাগ, শান্তি ও সম্প্রীতির এই ধর্মীয় অনুষ্ঠানের শুদ্ধতা রক্ষার দায়িত্ব মুসলিম সমাজের।"

অপর পক্ষে 'অল ইণ্ডিয়া মাইনরিটি ফোরাম'-এর সাধারণ সম্পাদক এম এ আলী (M A Ali, General Secretary, All India Minority Forum) জানিয়েছেন, "সমস্ত রকম প্ররোচনাকে দূরে সরিয়ে রেখে শান্তিতে মহরম পালন করাই মুসলিম সমাজের কাছে এই মুহূর্তের প্রথম ও প্রধান কর্তব্য হওয়া উচিত।"

Comments