পঞ্চায়েত নির্বাচনের দিন সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল পিত্রাশিস ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ জুলাই '২৩):- ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ্য করে সমগ্র পশ্চিমবঙ্গ আজ যখন দিনভর রক্তক্ষয়ী হিংসা দেখতে দেখতে দিশাহারা, তখন সল্টলেকের 'ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার' (Eastern Zonal Cultural Center, Saltlake) সংক্ষেপে 'ই জেড সি সি' (EZCC)-র প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কোলকাতার নাগরিকদের কিছুটা হলেও অন্য জগতে নিয়ে গেল 'পিত্রাশিস ফাউণ্ডেশন' (Pitrashish Foundation)।

আজ অপরাহ্নে মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার অধ্যক্ষ নিশান্ত প্রকাশ (Nishant Prakash, President, Pitrashish Foundation) সহ একাধিক বরেণ্য অতিথি। অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন উদয় কুমার (Uday Kumar, Chief Guest)।


নির্ধারিত সূচী অনুযায়ী আজ সন্ধ্যায় 'ই জেড সি সি'-তে উপস্থিত হয়ে জনমনোরঞ্জনের চেষ্টা করেন সঙ্গীতশিল্পী শুভমিতা ব্যানার্জি (Shuvamita Banerjee, Singer)।


প্রসঙ্গত উল্লেখ্য, অল্প কয়েকদিনের পথচলাতেই মানুষের মনে দাগ কাটতে সফল হয়েছে এই সংস্থা।
'পিত্রাশিস ফাউণ্ডেশন' তাদের অনুষ্ঠানে আজ অপরাহ্ন থেকে একের পর এক চমক দেখিয়ে গেছে।
মঙ্গল দীপ প্রজ্জ্বলনের পর কখনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নৃত্য তো কখনো তাদেরই মতো অপর কিশোর কিশোরীদের দিয়ে নাটক প্রদর্শন করিয়ে জনগণকে আজ কিছুটা হলেও অন্য জগতে নিয়ে যেতে সমর্থ হয়েছে এই সংস্থা। 

Comments