ধীরে ধীরে চাহিদা বাড়ছে ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত একালের শ্রুতিনাটক নামাঙ্কিত পুস্তকের


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৮ জুলাই '২৩):- কোলকাতার বই বাজারে ধীরে ধীরে চাহিদা বাড়ছে ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত 'একালের শ্রুতিনাটক' শীর্ষক নাটক সঙ্কলনের।

গত ২২ জুন কোলকাতার শিশির মঞ্চে 'পাণ্ডুলিপি প্রকাশন' (Pandulipi Prakashan) থেকে প্রকাশিত হয় ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত (Edited by Indrajit Aich) ৫১ জন শ্রুতি নাট্যকারের রচনা সম্বলিত ৪৫০ পাতার নাটক সঙ্কলন 'একালের শ্রুতিনাটক' (Ekaler Shrutinatak)।

শ্রুতিনাট্য সঙ্কলন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার, কবি-সাহিত্যিক ও প্রাক্তন অধ্যাপিকা কৃষ্ণা বসু, চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন, জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল, বিখ্যাত অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, জনপ্রিয় সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট এবং প্রেস ক্লাব কোলকাতার সভাপতি স্নেহাশিস সুর।

আজ কোলকাতার বই পাড়ায় ঘুরে জানা গেল সাম্প্রতিক কালে প্রকাশিত পুস্তক রূপে ৪৩০ টাকা মূল্যের এই সঙ্কলন গ্রন্থের চাহিদা বাড়ছে ধীরে ধীরে।

বলে রাখা ভালো, ইন্দ্রজিৎ-এর হাত থেকে এর আগেও বেরিয়েছিল নানান সঙ্কলন। তাঁর সঙ্কলিত 'ধর্ষণ এক সামাজিক ব্যধি', 'নাচ শিখতে হলে', 'অনন্য সৌমিত্র' গ্রন্থপ্রেমীদের মনে ভালোরকম রেখাপাত করেছিল।
সঙ্কলন গ্রন্থগুলোর আগে ইন্দ্রজিৎ আইচ-এর হাত দিয়েই প্রকাশিত হয়েছিল 'শব্দের বর্ণমালা', 'স্মৃতির সরণি ধরে', 'অনন্ত উর্মিমাল'-র মতো তিনটে কাব্য গ্রন্থ সহ 'যাদু বিজ্ঞানের অন্তরালে' নামাঙ্কিত যাদুর বই।

Comments