রক্ষাবন্ধন-কে হাতিয়ার করে বোনেদের শিক্ষার জন্য বাৎসরিক ৫৪ লাখ টাকা অনুদান চাইছে কেএসডাব্লুএস


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৮ জুলাই '২৩):- অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সমাজের ৪৫০ ছাত্রীর জন্য ছাত্রী পিছু বাৎসরিক ১২ হাজার টাকা রূপে মোট ৫৪ লাখ টাকা অনুদানের খোঁজে রাজধানী শহরে 'রক্ষাবন্ধন' (Rakshabandhan) কে ভালোবাসা ও শিক্ষার মেলবন্ধন রূপে 'বণ্ড অব লাভ অ্যাণ্ড এডুকেশন' (Bond of Love & Education) শীর্ষক অর্থ সংগ্রহ অভিযানে একযোগে ঝাঁপাল 'কাটাখালি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি' (Katakhali Swapnopuron Welfare Society) এবং 'সোস্যাল ভেঞ্চার পার্টনার্স ইণ্ডিয়া' (Social Ventures Partners India)।

আজ কোলকাতা প্রেস ক্লাবে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম পরিচিত মুখ লেখক অভিনেতা সৌরভ চক্রবর্তী-র উপস্থিতিতে এই প্রচার অভিযান শুরু করেন 'কাটাখালি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি'-র প্রতিষ্ঠাত্রী শতরূপা মজুমদার (Shatarupa Majumder, Founder, Katakhali Swapnopuron Welfare Society) সহ সংস্থার অন্যান্য সদস্য ও সদস্যাগণ।

বলে রাখা ভালো, এই মুহূর্তে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অধীন সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয় পরিচালনা করছে এই সংগঠন।

Comments