মনার্ক অব মোশন পিকচার্স পুরস্কারে ভূষিত হল স্বল্প দৈর্ঘ্যের কাহিনীচিত্র মা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ জুলাই '২৩):- গত ৭ জুলাই কোলকাতার রোটারি সদনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'রয়াল সোসাইটি অব টেলিভিশন অ্যাণ্ড মোশন পিকচার অ্যাওয়ার্ড' (Royal Society of Motion Picture Award)-এর তরফ থেকে 'মনার্ক অব মোশন পিকচার্স' (Monarch of Motion Pictures) পুরস্কার তুলে দেওয়া হল স্বল্প দৈর্ঘ্যের ছবি 'মা'-এর কাহিনী এবং চিত্রনাট্যকার শিল্পী চক্রবর্তীর (Story & Screenplay : Shilpi Chakroborty) হাতে।
বিশেষজ্ঞদের বিচারে এই ছবিটি পেয়েছে বিশেষ পুরস্কার।

বলে রাখা ভালো, শিল্পী চক্রবর্তীর কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে, নৃপেন বিশ্বাস-এর প্রযোজনায় চলচ্চিত্র পরিচালক প্রদীপ বিশ্বাস বানিয়েছেন ১২ মিনিটের ছবি 'মা'।



 

Comments