ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে এখনো সেভাবে উন্নয়নের রেশ গিয়ে পৌঁছয়নি : সুজাতা গুপ্তা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৪ জুলাই '২৩):- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আক্ষরিক অর্থে বড়োসড়ো বোমা ফাটালেন 'পিত্রাশিস ফাউণ্ডেশন'-এর সম্পাদিকা সুজাতা গুপ্তা (Sujata Gupta, Secretary, Pitrashish Foundation)।
আজ প্রেস ক্লাব কোলকাতা (Press Club, Kolkata)-তে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে তিনি জানান, "লোধাশুলি-র মতো ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে এখনো সেভাবে উন্নয়নের রেশ গিয়ে পৌঁছয়নি।"
তিনি আরো বলেছেন, "আমরা যে পাঁচটা গ্রামে কাজ করছি সেখানকার জনগণের কাছে চাল, গম থাকলেও অন্যান্য আহার্য বস্তু তথা পোশাক আশাকের অভাব চোখে পড়ার মতো। ফলতঃ বেশ কয়েক মাস ধরে আমরা জনগণের থেকে সাহায্য ভিক্ষা করে ওখানকার জনগণের হাতে আহার্য বস্তু ও পোশাক তুলে দিতে বাধ্য হচ্ছি।
সব থেকে দুর্ভাগ্যের বিষয় সরকারী বা বেসরকারী স্তর থেকে এখনো কেউই ওদের কাছে গিয়ে জানাননি কেন্দ্র বা রাজ্য সরকার তাঁদের জন্য কী কী সুবিধা দিতে প্রস্তুত !"

সুজাতা গুপ্তা তাঁর সংস্থার অপর দুই স্বেচ্ছাসেবক রাজীব ব্যানার্জি ও তনয়া ঘোষকে দুপাশে নিয়ে এই কথা বলেছেন।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আগামী ৮ জুলাই সল্টলেকের ই জেড সি সি-তে অপরাহ্ন ৩.৩০ মিনিট থেকে 'প্রয়াস'... এক কোসিস নামাঙ্কিত এক বিশেষ আনন্দানুষ্ঠান করতে চলেছে 'পিত্রাশিস ফাউণ্ডেশন'। সেই অনুষ্ঠান সংক্রান্ত তথ্য পরিবেশন করতে এসে কথায় কথায় তিনি ওই তথ্য তুলে ধরেন।

'পিত্রাশিস ফাউণ্ডেশন'-এর তরফ থেকে সম্পাদিকা সুজাতা গুপ্তা জানিয়েছেন, "আমাদের 'প্রয়াস'....এক কোসিস-কে স্বার্থক করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের অন্যতমা খ্যাতনামা কণ্ঠসঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি (Shuvamita Banerjee, Singer)। ৮ জুলাই ই জেড সি সি-তে তিনি বিশেষ অনুষ্ঠান করবেন ।"

সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, "একদিকে ঝাড়গ্রামের দুটো অনাথালয়ের ৩৫ জন শিশু কিশোর যেমন ওই অনুষ্ঠানে নিজেদের অনুষ্ঠান করবে তেমনই দিল্লীর পোলিও আক্রান্ত ৫ জন কিশোরও ওই অনুষ্ঠানে হুইল চেয়ারে বসে অনুষ্ঠান করবে।"

প্রসঙ্গত বলে রাখা ভালো, 'পিত্রাশিস ফাউণ্ডেশন' বর্তমানে ঝাড়গ্রামের পিছিয়ে পড়া গ্রামগুলোতে 'আও স্কুল চলে', 'পিত্রাশিস সাথী', 'পবিত্র- লেটস টক পিরিয়ডস', 'বস্ত্র- ক্লথ ব্যাঙ্ক ফর দ্য নিড', 'ছড়ি- সহারা জিন্দগী কী' আদি বেশ কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Comments