বন মহোৎসবের অঙ্গরূপে বেলদার বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা লাগাল দুই সমাজসেবী সংস্থা


হীরক মুখোপাধ্যায়

বেলদা (২৫ জুলাই '২৩):- বনসৃজন কর্মকাণ্ড (Afforestation)-র অঙ্গ রূপে 'চলো পাল্টাই কমিউনিটি' (Cholo Paltai Community) এবং 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)-এর যৌথ উদ্যোগে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা অঞ্চলের 'অর্জুনী দেশবন্ধু বিদ্যাপীঠ (উঃ মাঃ)' (Arjuni Deshbandhu Vidyapeeth H.S.) প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বনসৃজন কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রদের যোগদান ছিল চোখে পড়ার মতো।
'বন মহোৎসব'-এর অঙ্গ রূপে বিদ্যালয় প্রাঙ্গনে দুই সমাজসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজিত 'সেভ ট্রিজ সেভ লাইভস' (Save Trees Save Lives) কর্মকাণ্ডকে সর্বান্তকরণে সাধুবাদ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।


'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য ডেভিড কিশোর হেমব্রম (David Kishore Hembram, Trustee, West Bengal Oxygen Foundation) জানিয়েছেন, "এলাকার মানুষ ও বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় পরিবেশ রক্ষার কাজে সামান্যতম কাজ করতে পেরে আমরা কৃতার্থ।" 

অন্যদিকে দূরভাষ মাধ্যমে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর কর্ণধার কালীদাস কর্মকার (Kalidas Karmakar, Setteler, West Bengal Oxygen Foundation) জানিয়েছেন, "গতকালের পাশাপাশি আজ কালিয়াপাড়া স্কুল ও দেউলি সুধীর স্কুল এবং আগামীকাল নেকুরসিনী বিদ্যাভবন ও খাকুরদা-র সারদা মাঈ বিএড কলেজ প্রাঙ্গণেও বৃক্ষচারা রোপন ও প্রদান করা হবে।"

Comments