মৌবনীর হাত ধরে বাজারে এল অ্যান্টি ব্লেমিশ ক্রিম এবং এক্সপার্ট হেয়ার কালার শ্যাম্পু


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২২ জুলাই '২৩):- টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী মৌবনী সরকার (Moubani Sarkar, Actress) ও চলচ্চিত্র নির্দেশক সিদ্ধার্থ সেন (Siddhartha Sen, Film Director)-এর উপস্থিতিতে 'কেয়ারইউ' কোম্পানী (KareU) আজ বাজারে আনল তাদের দু দুটো প্রসাধনী সামগ্রী।


'কেয়ার ইউ'-এর কর্ণধার কাবেরী সাহা (Kaberi Saha, Director, KareU) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, " সংস্থার ১১ বর্ষপূর্তি উপলক্ষ্যে 'কেয়ারইউ' নির্মাণ করেছে 'অ্যান্টি ব্লেমিশ ক্রিম' (Anti Blemish Cream) এবং 'এক্সপার্ট হেয়ার কালার শ্যাম্পু' (Expert Hair Colour Shampoo)।"

'কেয়ার ইউ'-এর পক্ষ থেকে বলা হয়েছে, "পুরুষ ও মহিলা নির্বিশেষে সবার গাল ও মুখের কালো ছোপ সরিয়ে মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সক্ষম 'অ্যান্টি ব্লেমিশ ক্রিম'।
অপরদিকে অ্যামোনিয়া বিহীন ননী সমৃদ্ধ 'এক্সপার্ট হেয়ার কালার শ্যাম্পু' বেশিক্ষণ চুলে মাখিয়ে রাখতে হয় না, তেমনই চুলে রঙ লাগালে যেমন মাথার চারপাশে লেগে থাকে এই শ্যাম্পু সেরকম কোনো সমস্যা সৃষ্টি করে না।"

'কেয়ারইউ'-এর বিপণন সংস্থা 'কিউট কেয়ার' (Marketed by : Kute Kare)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "৫০ গ্রাম ওজনের 'অ্যান্টি ব্লেমিশ ক্রিম'-এর দাম ২০০ টাকা এবং ৫০ মিলিলিটারের 'এক্সপার্ট হেয়ার কলার শ্যাম্পু'-র দাম রাখা হয়েছে ৫৫০ টাকা।"


Comments