কোলকাতা ও ভুবনেশ্বরে ফ্রানচাইজি শো রুম খোলার পথে এগোলো কিসনা ডায়মণ্ড অ্যাণ্ড গোল্ড জুয়েলারি


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২০ জুলাই '২৩):- কোলকাতা ও ভুবনেশ্বরে ফ্রানচাইজি শো রুম খোলার পথে এগোলো 'হরি কৃষ্ণ গ্রুপ' (Hari Krishna Group)-এর ছত্রছায়ায় থাকা 'কিসনা ডায়মণ্ড অ্যাণ্ড গোল্ড জুয়েলারি' (Kisna Diamond & Gold Jewellery)।


আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে কোলকাতা ক্লাস্টার মিট (Kolkata Cluster Meet)-এ 'হরি কৃষ্ণ গ্রুপ'-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক নির্দেশক ঘণশ্যাম ঢোলাকিয়া (Ghanshyam Dholakia, Founder & Managing Director, Hari Krishna Group) এবং 'কিসনা ডায়মণ্ড অ্যাণ্ড গোল্ড জুয়েলারি'-র নির্দেশক পরাগ শাহ (Parag Shah, Director, Kisna Diamond & Gold Jewellery)-র উপস্থিতিতে ভুবনেশ্বর ও কোলকাতায় ফ্রানচাইজি শো রুম খোলার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

বাৎসরিক ১৫ হাজার কোটি টাকার স্বর্ণ ও হীরক ব্যবসায়ী 'কিসনা ডায়মণ্ড অ্যাণ্ড গোল্ড জুয়েলারি'-র পণ্য এই মুহূর্তে ভারতের ২৯ রাজ্যে ৩,৫০০ দোকানে যেমন পাওয়া যায়, ঠিক তেমনি শিলিগুড়ি, হায়দরাবাদ, হিসার, অযোধ্যা, বারেইলি, রায়পুর, দিল্লী এবং মুম্বাইয়ে রয়েছে সংস্থার ফ্রানচাইজি শো রুম।

Comments