২৩ জুলাই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে নাগরিক সম্মেলন করতে চলেছে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৯ জুলাই '২৩):- '৫৫ তম ব্যাঙ্ক জাতীয়করণ দিবস'-কে উপলক্ষ্য রেখে আগামী ২৩ জুলাই কোলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে নাগরিক সম্মেলন করার কথা ঘোষণা করল 'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ' (Bank Banchao Desh Banchao Manch)।

আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একযোগে উপরিউক্ত ঘোষণা করেন মঞ্চের দুই যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় (Biswaranjan Roy, Joint Convenor,Bank Banchao Desh Banchao Manch) এবং সৌম্য দত্ত (Soumya Dutta, Joint Convenor,Bank Banchao Desh Banchao Manch)।

'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ'-এর তরফ থেকে জানানো হয়েছে, "আসন্ন নাগরিক সম্মেলনে বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, পেনশনার্স, রাজনৈতিক দলের সদস্য সহ সাধারণ নাগরিকগণ উপস্থিত থাকবেন।"

ব্যাঙ্ক বেসরকারিকরণ ও সমাজে তার কুপ্রভাব শীর্ষক বিভিন্ন বিষয়ে ওই নাগরিক সম্মেলনে আলোকপাত করা হবে বলে জানা গেছে।

Comments