চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ২.১১ লক্ষ কোটি টাকার ব্যবসা করেছে বন্ধন ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায়


কোলকাতা (১৪ জুলাই '২৩):- ২০২৩ - '২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আমানত এবং ঋণ মিলিয়ে ২.১১ লক্ষ কোটি টাকার ব্যবসা করেছে 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' (Bandhan Bank Limited)।
আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' -এর ব্যবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh, M.D. & C.E.O., Bandhan Bank Limited)।

সাংবাদিক সম্মেলনে চলতি অর্থবর্ষের প্রগতির কথা বলতে গিয়ে শ্রী ঘোষ আরো জানিয়েছেন, "প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের খুচরো ঋণের পরিমাণ ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মোট আমানতের পরিমাণ ১৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.০৮ লক্ষ কোটি টাকা। মোট আমানত-এর মধ্যে খুচরো ব্যবসার পরিমাণ ৭১ রয়েছে শতাংশ। 'কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট' সংক্ষেপে 'সিএএসএ' অনুপাত রয়েছে ৩৬ শতাংশে, এর পাশাপাশি গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমাণ ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.০৩ লক্ষ কোটি টাকা।"

'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর তরফ থেকে আজ জানানো হয়েছে, "গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের ডিপোজিট বুক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্ক প্রদত্ত ঋণের পরিমাণ প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলনকারী 'ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও' সংক্ষেপে 'সিএআর' (১৯.৮ শতাংশ) নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি রয়েছে।"

Comments