প্রাণীতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের ১০৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কোলকাতায় আসছেন কেন্দ্রীয় সরকারের বিভাগীয় মন্ত্রীগণ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৮ জুন '২৩):- আগামী ১ জুলাই কোলকাতায় আসছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupendra Yadav, MIC, Department of Environment, Forest, & Climate change, Government of India) ও রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে (Aaswini Kumar Chubay, MOS, Department of Environment, Forest, & Climate change, Government of India)।
ভারত সরকারের 'প্রাণীতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ' (Zoological Survey of India)-এর ১০৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তাঁরা কোলকাতায় আসছেন।

আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন 'জেড এস আই'-এর নির্দেশক ডঃ ধৃতি ব্যানার্জি (Dr. Dhriti Banerjee, Director, Zoological Survey of India)।

'জেড এস আই'-এর প্রদত্ত তথ্য অনুযায়ী, "আগামী ১ জুলাই সল্টলেকের নিক্কো পার্ক সংলগ্ন ইস্ট প্যাভিলিয়নে 'জেড এস আই' আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

১০৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত 'অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট ২০২৩'-এ দেশ বিদেশের চার শতাধিক প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ যোগদান করবেন। লণ্ডনের ন্যাচারল হিস্ট্রি মিউজিয়ামের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এই সম্মেলনে ১২ জন খ্যাতনামা বিশেষজ্ঞ পশু শ্রেণীকরণ, বায়োজিওগ্রাফি সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন। এই সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র সমূহ শতাব্দী প্রাচীন ‘ইণ্ডিয়ান জুলজি’ পত্রিকাতেও পরবর্তীতে প্রকাশিত হবে।

সংস্থার প্রথম মহিলা নির্দেশক ডঃ ধৃতী ব্যানার্জির নেতৃত্বে 'জেড এস আই' ভুটান সরকারের সঙ্গে ক’য়েকটি মৌ চুক্তিও স্বাক্ষর করবে। ভবিষ্যত গবেষণার আদান-প্রদানের লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। অ্যানিম্যাল ট্যাক্সোনোমি সামিট চলবে ৩রা জুলাই পর্যন্ত।"

Comments