জরুরী পরিস্থিতিতে কোলকাতার বাসিন্দারা বিনামূল্যে পাবেন অ্যাপোলোর ফাইভ জি অ্যাম্বুলেন্স পরিষেবা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২ জুন '২৩):- দেশের মধ্যে কোলকাতায় প্রথম 'ফাইভ জি কানেক্টেড অ্যাম্বুলেন্স পরিষেবা' (5G Connected Ambulance Service) চালু করল 'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কোলকাতা' (Apollo Multispeciality Hospitals Kolkata)।

আজ ই এম বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে এই পরিষেবা ঘোষণার মুহূর্তে 'অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেড'-এর হসপিটাল ডিভিশন-এর অধ্যক্ষ ডাঃ হরি প্রসাদ (Dr. Hari Prasad, President, Hospital Division, Apollo Hospitals Enterprise Limited) জানিয়েছেন, "আপদকালীন পরিস্থিতিতে কোলকাতায় বসবাসকারী নাগরিকগণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন। তবে ফাইভ জি অ্যাম্বুলেন্সে রোগীকে তোলার পর রোগীর ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত খরচ রোগীর পরিজনদের বহন করতে হবে।"

ডাঃ প্রসাদ আরো জানান, "এই অ্যাম্বুলেন্সে রোগীকে তোলার পরেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা রোগীর শারীরিক অবস্থার কথা জানাবেন হাসপাতালের জরুরী বিভাগের বরিষ্ঠ চিকিৎসকদের। চিকিৎসকের উপদেশ মতো অ্যাম্বুলেন্সের ভেতরেই যেমন একদিকে সঙ্কটাপন্ন রোগীর প্রারাম্ভিক চিকিৎসা শুরু হয়ে যাবে, তেমনই অন্যদিকে হাসপাতালের জরুরী বিভাগ রোগীকে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে। এতে একদিকে যেমন সময় বাঁচবে তেমনই অপরদিকে সঙ্কটাপন্ন রোগী দ্রুত স্বস্তি লাভ করবেন।"


অনুষ্ঠানে ডাঃ হরি প্রসাদ ছাড়াও উপস্থিত ছিলেন, হাসপাতালের জরুরী বিভাগের প্রধান ডাঃ অরিজিৎ বোস (Dr. Arijit Bose, Senior Consultant, HOD, Department of Emergency Medicine, Apollo Multispeciality Hospitals Kolkata), হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সুরিন্দর সিং ভাটিয়া (Dr. Surinder Singh Bhatia, Director of Medical Services, Apollo Multispeciality Hospitals Kolkata) এবং অ্যাপোলো হসপিটালস গ্রুপের পূর্বাঞ্চলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাণা দাসগুপ্ত (Rana Dasgupta, Chief Executive Officer, Eastern Region, Apollo Hospitals Group)।

ডাঃ হরি প্রসাদ আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, "আগামী ৬ মাসের মধ্যে সারা ভারতে এই রকম আরো ২০০ সেবাযান পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।"

Comments