আইবিসিএজের হাত ধরে টোকিওতে উদযাপিত হল রবীন্দ্র-নজরুল জয়ন্তী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১ জুন '২৩):- জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব ডি এন বার্ণওয়াল (D N Burnwal, Second Secretary, Indian Embassy, Japan)-এর উপস্থিতিতে 'ইণ্ডিয়া বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন জাপান' (India Bengal Cultural Association Japan) সংক্ষেপে 'আইবিসিএজে' (IBCAJ)-র হাত ধরে টোকিওতে উদযাপিত হল রবীন্দ্র-নজরুল জয়ন্তী সমারোহ।

গত ২৮ মে জাপানের টোকিও শহরের 'টিয়ারা কোতা কমিউনিটি সেন্টার' (Tiara Kota Community Centre, Tokyo, Japan) আয়োজিত হয়েছিল 'রবীন্দ্র-নজরুল জয়ন্তী সমারোহ'।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল 'আইবিসিএজে'।

ডি এন বার্ণওয়াল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, টোকিওর বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রবীরবিকাশ সরকার, টোকিও বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক শিক্ষা বিভাগের কয়েকজন গবেষক সহ অন্যান্য ব্যক্তিগণ।

সংস্থার তরফ থেকে সভাপতি স্বপন বিশ্বাস (Swapan Biswas, President, IBCAJ) জানিয়েছেন, " সকাল সাড়ে ন'টার সময় শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরে তিন ঘণ্টা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথ ও নজরুলের লেখা বিভিন্ন গান, নৃত্য সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে যোগ্য ভাবে সঙ্গত করেন শান্তিনিকেতনে শিক্ষা প্রাপ্ত মণিপুরী নৃত্যশৈলীর বিশিষ্ট শিল্পী তথা জাপানের নাগরিক সেটসু তোগওয়ার (Setsu Togowar)।
এছাড়াও টোকিও বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক শিক্ষা (Foreign Study's) বিভাগের গবেষকগণ সমারোহে বাংলা কবিতা ও গান পরিবেশন করেন।"

Comments