আইবিএম টেকনোভেট অনুষ্ঠানের মাধ্যমে আইবিএম দিবস পালন করছে কেইআই


হীরক মুখোপাধ্যায় 

বারাসাত (২৪ মে '২৩):- 'আইবিএম টেকনোভেট' (IBM Technnovate 1.0) অনুষ্ঠানের মাধ্যমে 'আইবিএম দিবস' (IBM Day) পালন করছে 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট' (Kingston Educational Institute) সংক্ষেপে 'কেইআই' (KEI)।

'কেইআই'-এর সচিব উমা ভট্টাচার্য (Uma Bhattacharyay, Secretary, KEI) জানিয়েছেন, "এই অনুষ্ঠানের মাধ্যমে আজ ও আগামী কাল আমাদের আইন বিভাগের ছাত্রছাত্রীদের ক্লাউড পরিষেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এন্টারপ্রাইজ ডিজাইন চিন্তা সহ একাধিক বিষয়ে সংক্ষিপ্ত রূপে শিক্ষিত করবে আইবিএম-এর বিশেষজ্ঞ প্রকৌশলীগণ।"


আজ দুপুরে আইবিএম-এর বিজনেস ইনটেলিজেন্স এবং এআই অ্যানালিস্ট আমন বক্সি (Aman Bakshi, Business Intelligence & AI Analyst, IBM), ক্লাউড অ্যাণ্ড ডাটা অ্যানালিস্ট ভাবনা মুঞ্জল (Bhawna Munjal, Subject Matter Expert, Cloud & Data Analyst, IBM) এবং বিজনেস ইনটেলিজেন্স এক্সপার্ট রজত মুঞ্জল (Rajat Munjal, Subject Matter Expert, Business Intelligence Expert, IBM) কে পাশে নিয়ে প্রথমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে ও পরে কেক কেটে আইবিএম দিবস সমারোহের সূচনা করেন কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট-এর সচিব উমা ভট্টাচার্য।


'আইবিএম'-এর তরফ থেকে আমন বক্সি জানিয়েছেন, "ভবিষ্যতের কথা মাথায় রেখে আজকের ছাত্রছাত্রীদের স্বল্প মাত্রায় প্রশিক্ষণ দিচ্ছে আইবিএম।"


'কেইআই'-এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, "দুদিন ব্যাপী এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীরা একদিকে যেমন বিভিন্ন সফটওয়্যারের সঠিক ব্যবহার সম্পর্কে অবগত হতে পারবে তেমনই আগামী ভবিষ্যতে সামনে কী কী সমস্যা আসতে পারে এবং কীভাবে সেই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে সেই বিষয়ে একটা ধারণা লাভ করবে।"

Comments