কলা ও সংস্কৃতির টানে প্রশাসনিক বিভাগের যুগ্ম আয়োগ থেকে বিচারপতি হয়ে গেলেন অনুপম হালদার


এম রাজশেখর 

পূর্ব মেদিনীপুর (১১ মে '২৩):- নতুন বাংলা বছরের শুরুতেই একেবারে নতুন রূপে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার (Anupam Halder, Joint Commissioner, Dept. of Finance, Government of West Bengal)-কে।
গতকাল সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের শীতলপুর গ্রামের 'শীতলপুর পার্থসারথী সংঘ' আয়োজিত এক আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারক রূপে দেখা গেল অনুপম হালদারকে।


প্রতিযোগিতার মূল পর্ব সংগঠিত হয়ে যাওয়ার পর 'দুলালপুর গ্রাম পঞ্চায়েত'-এর প্রধান সুপ্রভা নায়েক (Mrs. Suprabha Nayek, Pradhan, Dulalpur G.P.), 'শীতলপুর পার্থসারথী সংঘ'-র সভাপতি লক্ষ্মীকান্ত জালাল (Lakshmikanta Jalal, President, Shitalpur Parthasarathi Sangha) ও সম্পাদক শুভাশিস জানা (Shubhashis Jana, Secretary, Shitalpur Parthasarathi Sangha) সহ অন্যান্য অতিথিদের পাশে দাঁড়িয়ে অনুপম হালদার জানান, "কমবেশি ৭৮ টা আলোকচিত্র প্রতিযোগিতার জন্য জমা পড়েছিল। তারমধ্যে ১ জন প্রতিযোগীর আলোকচিত্রকে সেরা রূপে চিহ্নিত করা হয়েছে, এর পাশাপাশি আরো পাঁচটা সমমানের আলোকচিত্রকেও সম্মানিত করা হয়েছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, অনুপম হালদারের সরকারী চাকরি জীবন শুরু হয়েছিল মেদিনীপুর জেলা থেকেই।
গতকাল অর্থ বিভাগের অপর যুগ্ম আয়োগ পাঞ্চালী মুন্সী (Panchali Munsi, Joint Commissioner, Dept. of Finance, Government of West Bengal)-র পাশে দাঁড়িয়ে পুরনো স্মৃতি রোমন্থন করতে করতে বেশ কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়েন অনুপম হালদার।
শ্রী হালদার আরো বলেন, "শিল্প ও শিল্পী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ থেকেই সম্পূর্ণ নতুন রূপে আমাকে এগিয়ে আসতে হলো। গ্রামীণ যুবক যুবতীদের আলোকচিত্রের দিকে আকর্ষিত করাই আমার মূল লক্ষ্য।"


বলে রাখা ভালো, গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে 'শীতলপুর পার্থসারথী সংঘ'-র নবনির্মিত ভবণের দ্বারোদ্ঘাটন এবং অঙ্কন ও আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়েছে। 

Comments