জীবন শৈলী সংক্রান্ত ব্যধি পশ্চিমবঙ্গেই বেশি : ডাঃ রাজীব লোচন



হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৮ এপ্রিল '২৩):- "জীবন শৈলী সংক্রান্ত ব্যধি পশ্চিমবঙ্গেই বেশি," বলে মনে করেন মণিপাল হসপিটালের এইচ পি বি এবং যকৃৎ প্রতিস্থাপন বিভাগের প্রধান চিকিৎসক ডাঃ রাজীব লোচন (Dr. Rajiv Lochan, Lead Consultant, HPB & Liver Transplantation Surgery, Manipal Hospital)।
আজ 'কোলকাতা প্রেস ক্লাব' (Press Club of Calcutta)-এ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই কথা জানান।
ডাঃ লোচন আক্ষেপ করে বলেন, "এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য সমগ্র দেশের তুলনায় পশ্চিমবঙ্গে জীবন শৈলী সংক্রান্ত ব্যধি (Life Style Diseases) অনেক অনেক বেশি।"

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতিক বছরগুলোতে যকৃৎ সংক্রান্ত ব্যধি (Liver Disease) লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে (increase rapidly)। ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো (Eastern & North Eastern States of India)-তে বর্তমানে ফ্যাটি লিভার (Fatty Liver) খুবই চিন্তার বিষয় হয়ে উঠেছে।
যকৃতের অসুখ বনের দাবানলের মতো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। প্রতি ৫ জন নাগরিকের মধ্যে ১ জন যকৃতের রোগী রয়েছেন। বিশ্বে যেখানে প্রতি বছর যকৃৎ জনিত কারণে মারা যান প্রায় ২ মিলিয়ন মানুষ (১৮.৩ %) সেখানে আমাদের দেশ ভারতে প্রতি বছর যত জন মানুষ মারা যান তার মধ্যে শতকরা ৩.১৭ শতাংশ (3.17%) যকৃৎ জনিত কারণে মারা যান। আর এই সংখ্যাটা বছরে ২,৬৮,৫৮০ (Liver related death 2,68,580 per annum recorded in India)।

ডাঃ লোচন-এর পাশে বসে মণিপাল হসপিটালের মেডিক্যাল গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ রাজ বেণুগোপাল (Dr. Raj Vigna Venugopal, HoD & Consultant, Medical Gastroenterology, Manipal Hospital) জানিয়েছেন, "যাঁদের ফ্যাটি লিভারে আক্রান্ত, তাঁদের মধ্যে শতকরা ৪০ ভাগ (40%) মানুষের লিভার সিরোসিস (Liver cirrhoosis) হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এর পাশাপাশি ক্যানসার সহ আরো একাধিক ব্যধির প্রকোপে পড়াও বিচিত্র নয়।"

বলে রাখা ভালো, গতবছর মণিপাল লিভার কেয়ার ইউনিট (Manipal Liver Care Unit) ৬৪ জন মানুষের শরীরে যকৃৎ প্রতিস্থাপন করেছে। আজ কয়েক জন সুস্থ রোগীকে সাংবাদিকদের সামনে আনা হয়েছিল।

Comments