তৃষ্ণার্ত পথিকদের পানীয় জলের যোগান দিতে জলসত্র খুলল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৬ এপ্রিল '২৩):- তৃষ্ণার্ত পথিকদের মুখে পানীয় জলের যোগান দিতে আজ থেকে পূর্ব রেলওয়ের হৃদয়পুর রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে (No.1 Platform, Hridaypur Railway Station, Eastern Railway) 'জলসত্র' (Offering Water & Other refreshments to Passers-by) খুলল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)।

আজ সকালে বারাসাত পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শুক্লা ঘোষ (Shukla Ghosh, Councillor, Word Number 31, Barasat Municipality)-এর উপস্থিতিতে এই 'জলসত্র'-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


'জলসত্র'-র আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাওয়ার পর 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর সেটলার কালীদাস কর্মকার (Kalidas Karmakar, Settler, West Bengal Oxygen Foundation) জানান, "এই নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল আমাদের 'জলসত্র'। ৪০ ডিগ্রি ছুঁইছুঁই এই তীব্র গরমে পথচারীদের সুবিধার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস।"

Comments