চৈত্র সংক্রান্তিতে নববর্ষের পঞ্চম ব্যঞ্জন উপহার দিল ইইএমপি


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৪ এপ্রিল '২৩):- 'ক্যাল কলিং টিভি' (Cal Calling TV)-র সহায়তায় চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কোলকাতার 'আশুতোষ জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান মঞ্চ' (Ashutosh Birth Centenary Auditorium, Kolkata)-এ 'এনভায়রনমেন্টাল এডুকেশন মিডিয়া প্রজেক্ট' (Environmental Education Media Project) সংক্ষেপে 'ইইএমপি' (EEMP) উপহার দিল সঙ্গীত-নৃত্য মুখর এক মনোজ্ঞ সন্ধ্যা।

'নীচ এন্টারটেনমেন্ট' (Niche Entertainment)-এর রূপ কল্পনায় 'নববর্ষের পঞ্চম ব্যঞ্জন' (Nababarser Pancham Banjan) শীর্ষক অনুষ্ঠান হয়ে উঠেছিল বেশ আকর্ষণীয়।

এদিনের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় আধুনিক সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব রাহুল দেব বর্মন (Rahul Dev Barman) ওরফে পঞ্চম (Pancham) সুরারোপিত 'মনে পড়ে রুবি রায়' সহ বাংলা ও হিন্দী একাধিক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন 'নীচ এন্টারটেনমেন্ট'-এর গায়ক গায়িকা ও নৃত্যশিল্পীগণ।

সমগ্র অনুষ্ঠানটা সুচারুরূপে গ্রন্থন করেছিলেন 'নীচ এন্টারটেনমেন্ট'-এর প্রাণপুরুষ মিলিন্দ ওক (Milind Oak)।

Comments