বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর কিশোরীদের নৃত্যের তালে বর্ণোজ্জ্বল হয়ে উঠল তুলির টানের রজতজয়ন্তী বর্ষের অনুষ্ঠান


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৪ এপ্রিল '২৩):- 'মুসকান' (Muskan)-এর সাথে গাঁটছড়া বেঁধে 'তুলির টানে' (Tulir Taney) আজ কোলকাতার 'মধুসূদন মঞ্চ' (Madhusudan Manch, Kolkata)-এ তাদের 'রজতজয়ন্তী বর্ষ' (Silver Jubilee Celebration) সম্পন্ন করল।

কোরোনা অতিমারীর পর আজ পুনরায় তাদের ২৫ বর্ষপূর্তির বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন করল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোর কিশোরীদের প্রশিক্ষণ কেন্দ্র 'তুলির টানে'।


বাৎসরিক অনুষ্ঠান শুরুর আগে 'তুলির টানে'-র অধ্যক্ষা নুপুর মুখার্জি (Nupur Mukherje, Principal, Tulir Taney) সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, "কোরোনা অতিমারীর সময় প্রয়াত কোলকাতা ক্রীড়া জগতের অন্যতম খ্যাতনামা চিত্র সাংবাদিক রণি রায় [Late Roni Roy, Photo Journalist (Sports)]-এর স্মরণে আমাদের আজকের অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে।"


নুপুর মুখার্জি আরো জানান, "সংস্থার মোট ৭৭ জন শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবিকাগণও আমাদের আজকের ২৫ বর্ষ পূর্তির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষভাবে অংশগ্রহণ করবেন।"

আজ সন্ধ্যায় উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত 'তাই তোমার আনন্দ আমার 'পর'-এর তালে দলবদ্ধ ভাবে নৃত্য পরিবেশন করে শুরুতেই দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয় শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোর কিশোরীরা।

বলে রাখা ভালো, রবীন্দ্রসঙ্গীত ও নাচের পর ওডিসি, ভারতনাট্যম, কত্থক এবং আধুনিক, পল্লিগীতি ও মার্গসঙ্গীতের ছোঁয়ায় অনুষ্ঠান হয়ে উঠেছিল বর্ণোজ্জ্বল।

Comments