সেভেন রেঞ্জার্স হসপিটালের উদ্যোগে হুগলিতে চালু হল প্রথম ক্যাথ ল্যাব


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৩ এপ্রিল '২৩):- 'অক্ষয় তৃতীয়া' (Akshay Tritiya)-র পবিত্র তিথিতে হুগলির 'সেভেন রেঞ্জার্স হসপিটাল' (7 Rangers Hospital, Hooghly) -র উদ্যোগে ও পরিচালনায় চালু হল প্রথম (1st) 'কার্ডিয়াক ক্যাথেটিরাইজেশন ল্যাবরেটরি' (Cardiac Catheterization Laboratory) সংক্ষেপে 'ক্যাথ ল্যাব' (Cath Lab)।


স্বনামধন্য চিকিৎসক ডাঃ কুনাল সরকার (Dr. Kunal Sarkar) এবং হাসপাতালের চার অংশীদার ডাঃ মনোজকুমার পাল, ডাঃ শুভাশিস সাহা, ডাঃ অজয়কুমার বিশ্বাস ও ডাঃ নির্মাল্য নাগ-এর উপস্থিতিতে 'ভারত সেবাশ্রম সংঘ'-র প্রবীণ সন্ন্যাস স্বামী সংযুক্তানন্দ মহারাজ (Swami Samjuktanand Maharaj, Ascetic, Bharat Sevashram Sangha) ফিতে কেটে এই 'ক্যাথ ল্যাব'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


বলে রাখা ভালো, হুগলি জেলার দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে-র গোবরা ক্রসিং-এর কাছে অবস্থিত এই বেসরকারী হাসপাতালে 'ক্যাথ ল্যাব' চালু হওয়ার ফলে উপকৃত হবেন জেলার এক বড়ো অংশের জনগণ।
'ক্যাথ ল্যাব' উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ (Kalyan Ghosh, MLA, Domjur)

'ক্যাথ ল্যাব' উদ্বোধনের পর ডাঃ কুনাল সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "গত এক বছরে পশ্চিমবঙ্গে অনেকগুলো 'ক্যাথ ল্যাব' গড়ে উঠেছে। যদিও হুগলি জেলায় এর আগে কোনো 'ক্যাথ ল্যাব' ছিল না। এখানে এই 'ক্যাথ ল্যাব' গড়ে ওঠার ফলে জরুরী প্রয়োজনে অনেকেই লাভবান হবেন।"

অপরদিকে 'ক্যাথ ল্যাব' উদ্বোধনের প্রাক্কালে হাসপাতালে অন্যতম অংশীদার তথা ব্যবস্থাপক নির্দেশক ডাঃ মনোজকুমার পাল (Dr. Monoj Kumar Paul, M.D & Partner of 7 Rangers Hospital) জানান, " 'এ গ্রেড' হাসপাতাল না হলে পশ্চিমবঙ্গ সরকারের 'স্বাস্থ্য সাথী' কার্ডের সুযোগ পাওয়া যায় না। 'সেভেন রেঞ্জার্স হসপিটাল' যেহেতু সরকারী খাতায় 'বি গ্রেড' বিশিষ্ট হাসপাতাল, তাই এই মুহুর্তে এখানে 'ক্যাথ ল্যাব'-এর পরিষেবা নিতে হলে নগদে বা অন্য প্রকারে নিতে হবে।"

Comments