৭ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ টাকার কলমকে সামনে রেখে আইসিসিআরে শুরু হল দ্বিতীয় পেন মহোৎসব


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৪ এপ্রিল '২৩):- ৪৮ টা হীরে বসানো জার্মান (German) দেশের বাভারিয়া (Bavaria) কোম্পানীর ৭ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ টাকার কলম (Pen) কে সামনে রেখে কোলকাতার আইসিসিআর (ICCR, Kolkata)-এ শুরু হল 'দ্বিতীয় পেন মহোৎসব' (2nd Pen Mahotsav)।


আজ দুপুরে নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার (Dev Shankar Halder, Drama Personality), পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ বিভাগের দুই আমলা অনুপম হালদার (Anupam Halder) ও পাঞ্চালী মুন্সী (Panchali Munsi), এ জি বেঙ্গল-এর আধিকারিক তথা লেখিকা যশোধরা রায় চৌধুরী (Jasodhara Roy Chowdhury, Officer, AG Bengal & Author), ডঃ স্বাতী গুহ (Dr. Swati Guha), বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Prof. Avijit Bandyopadhyay, Bardwan University), সেবানিবৃত্ত বিচারক শুভ্রকমল মুখার্জি (Shubhra Kamal Mukherjee, Former Justice), পুলিসের মহাপরিদর্শক সব্যসাচী রমন মিশ্র [Sabyasachi Raman Mishr (IPS) IGP] সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষিত জনগণের স্বাভিমানকে উস্কে দিয়ে 'ঝর্ণা কলম'-এর প্রতি আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যে কোলকাতায় শুরু হল 'দ্বিতীয় পেন মহোৎসব' (2nd Pen Mahotsav)।


'কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্টস'-এর পরিচালনায় ও 'পেন ক্লাব'-এর সহযোগিতায় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোলকাতার 'ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' (Indian Council for Cultural Relations, Kolkata) সংক্ষেপে আইসিসিআর (ICCR)-এ চলবে এই চিত্তাকর্ষক 'পেন মহোৎসব'। 


আয়োজক সংস্থার তরফ থেকে প্রসেনজিৎ গুছাইত (Prasenjit Guchait) জানিয়েছেন, 'ঝর্ণা কলম' (Fountain Pen)-এর প্রতি নব প্রজন্মের ভালোবাসাকে উৎসাহ দিতে কোলকাতায় আয়োজিত হচ্ছে 'দ্বিতীয় পেন মহোৎসব'।
গত বছর 'পেন উৎসব'-এ এমন কিছু কলম প্রদর্শিত হয়েছিল যার এক একটার একক মূল্য ছিল পাঁচ লক্ষাধিক টাকা।"

Comments