বারাসাত কলেজের বাণিজ্য বিভাগের উৎসুক ছাত্রছাত্রীদের নিখরচায় শেয়ার সংক্রান্ত কোর্স করাবে পিএইচডি ক্যাপিটল


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১১ এপ্রিল '২৩):- 'বারাসাত কলেজ' (Barasat College)-এর 'বাণিজ্য বিভাগ' (Dept. of Commerce)-এ পাঠরত উৎসুক ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নিখরচায় (Free of Cost) শেয়ারবাজার সংক্রান্ত প্রাথমিক কোর্স (Basic Course of Share Market) করাবে 'পিএইচডি ক্যাপিটল' (PHD Capital)।
আজ অপরাহ্নে 'বারাসাত কলেজ'-এ বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকাদের উপস্থিতিতে 'পিএইচডি ক্যাপিটল'-এর প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ হালদার (Pradip Halder, Founder & CEO, PHD Capital) এই প্রতিশ্রুতি প্রদান করেন।
বলে রাখা ভালো, প্রদীপ হালদার এই মহাবিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্র।

'বারাসাত কলেজ'-এর 'বাণিজ্য বিভাগ'-এর পরিচালনায় 'এন্টারপ্রেনারশিপ অ্যাণ্ড ইনোভেশন অ্যাজ কেরিয়ার অপরচুনিটি' (Entrepreneurship & Innovation as Career Opportunity) শীর্ষক এক কর্মশালা (Workshop)-য় মূল বক্তা (Keynote Speaker) রূপে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করার ফাঁকে তিনি 'বারাসাত কলেজ'-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 'নিঃশুল্ক শিক্ষা' সম্পর্কিত এই ঘোষণা করেন।

তরুণ ব্যবসায়ী তথা বিভিন্ন ব্যবসায়ে অর্থ বিনিয়োগকারী প্রদীপ হালদার এই মুহুর্তে ভারত ছাড়াও বহির্বিশ্বের বেশ কয়েকটা দেশে সফলতার সঙ্গে ব্যবসা করছেন।


কর্মশালায় নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে মহাভারতের কৃষ্ণ-র ঢঙে প্রদীপ হালদার বলেন, "ঘাত প্রতিঘাতময় এই জীবনে সফলতার পাশাপাশি ব্যর্থতার বিষাক্ত ছোবলও হজম করতে হবে। তবে ব্যর্থতার অভিঘাতে 'ব্যবসা' নামক রণাঙ্গন থেকে সরে গেলে চলবে না।"
ছাত্রছাত্রীদের অন্তর্নিহিত উদ্যমকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে প্রদীপ আরো বলেন, "আজকের সাময়িক চাহিদার থেকেও বড়ো হল ভবিষ্যতের লক্ষ্য। লক্ষ্যে স্থির থাকলে জীবনের সকল চাহিদাই এক সময় পূরণ হতে পারে, কিন্তু সাময়িক চাহিদার প্রলোভনে পড়ে কক্ষচ্যুত হয়ে পড়লে জীবনে সার্বিক সফলতার স্বাদ পাওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে।"

উপস্থিত ছাত্রছাত্রীদের মানসিকভাবে উদ্বুদ্ধ করতে গিয়ে প্রদীপ হালদার দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন, "সকলের ভেতরেই কিছু না কিছু সেরা বস্তু আছে, সেটাকে খুঁজে জগতের সামনে মেলে ধরাটাই সফলতার প্রথম সোপান। আমার মতো একজন হতদরিদ্র ভ্যানচালকের সন্তান যদি আজ সফলতার অমৃত স্বাদ গ্রহণ করতে সমর্থ হয় তাহলে উদ্যোগী হলে সফলতার স্বাদ একদিন সবাই পেতে পারে।" 

প্রদীপ হালদার ছাড়াও আজকের কর্মশালায় অতিথি বক্তা রূপে হাজির হয়েছিলেন 'জর্জ ইন্সটিটিউট অব ইন্টিরিয়র ডিজাইন'-এর নির্দেশক তথা আয়রণি প্রাইভেট লিমিটেড-এর ব্যাবস্থাপক নির্দেশক ইন্দ্রনীল দে (Indranil Dey, Director, George Institute of Interior Design & MD, Irony Pvt. Ltd.)।

মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রদীপ হালদার-এর ঘোষণার পরিপ্রেক্ষিতে যারপরনাই উৎফুল্ল 'বারাসাত কলেজ'-এর 'বাণিজ্য বিভাগ'-এর প্রধান ডঃ সঞ্জীবকুমার শ্রীবাস্তব (Dr. Sanjeev Kumar Shrivastav, HoD Commerce, Barasat College)।

Comments