হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১ এপ্রিল '২৩):- ঋজিতা চ্যাটার্জি (Rigita Chatterjee)-র প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং 'দ্য স্টেজ ডোর' (The Stage Door)-এর ছত্রছায়ায় যাদবপুরের রিজেন্ট এস্টেট (Regent Estate, Jadavpur)-এ শুরু হল তিন মাসের 'থিয়েটার ওয়ার্কশপ' (Theater Workshop)।প্রসঙ্গত উল্লেখ্য, নতুন প্রতিভা অন্বেষণ ও থিয়েটার প্রেমী শিল্পীদের পেশাদারি মঞ্চে তুলে ধরার লক্ষ্যে তিন মাসের 'থিয়েটার ওয়ার্কশপ' শুরু করল 'দ্য স্টেজ ডোর'।
আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঋজিতা চ্যাটার্জি জানিয়েছেন, "কাল এবং দেশের গণ্ডি-কে জয় করতে না পারলে থিয়েটার-এর বিজয় যাত্রা থমকে যেতে বাধ্য।"
বেশ কিছু শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার ফাঁকে সাক্ষাৎকার দিতে গিয়ে ঋজিতা আরো জানান, "যে কোনো থিয়েটারের সফলতা নির্ভর করে দুটো বিষয়ের উপর, প্রথমতঃ শিল্পীর সাফল্য এবং দ্বিতীয়তঃ সামগ্রিক সাফল্যের উপর।
শিল্পীর সাফল্য নির্ভর করে তার ব্যক্তিগত প্রশিক্ষণ ও অধ্যাবসায়ের উপর, অপরপক্ষে থিয়েটার-এর সামগ্রিক সফলতা নির্ভর করে অভিনেতা অভিনেত্রীদের কর্মকুশলতা ও অন্যান্য বিষয়ের উপর। তাই ওয়ার্কশপের গুরুত্ব অপরিসীম।"
Comments
Post a Comment