পাটনা ও গুয়াহাটির পর এবার কোলকাতায় মেগা কারেন্সি চেস্ট চালু করল বন্ধন ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৬ মার্চ '২৩):- বিহারের পাটনা ও অসমের গুয়াহাটির পর এবার পশ্চিমবঙ্গের কোলকাতায় মেগা কারেন্সি চেস্ট (Mega Currency Chest at Kolkata) চালু করল 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' (Bandhan Bank Limited)।
ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, "কোলকাতার উপকণ্ঠে অবস্থিত নিউটাউনে এই চেষ্ট চালু করা হয়েছে।"

'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর শীর্ষ কর্তাদের সাথে নিয়ে 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া'-র চিফ জেনারেল ম্যানেজার গুণবীর সিং (Gunveer Sing, Chief General Manager, Reserve Bank of India) আজ এই 'কারেন্সি চেস্ট'-এর উদ্বোধন করেন। 


'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh, Founder-Managing Director-Chief Executive Officer, Bandhan Bank Limited) জানিয়েছেন, "এই চেস্ট-এর মাধ্যমে বাজারে নতুন কারেন্সি নোট সরবরাহ করা এবং ব্যবহার অযোগ্য ময়লা নোটগুলিকে তুলে নেওয়ার কাজটা আরো সহজ হয়ে যাবে।"

জেনে রাখা ভালো, এই মুহুর্তে পশ্চিমবঙ্গে 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর কোলকাতায় মোট শাখার সংখ্যা ১৮২, রয়েছে ১ কোটিরও বেশি গ্রাহক। 

Comments