তাজ সিটি সেন্টারে শুরু হল দুদিনের পটচিত্র প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৪ মার্চ '২৩):- 'পেইন্টস অ্যাণ্ড স্ট্রোকস - দ্বিতীয় পর্ব' (Paints & Strokes 2nd Edition) শিরোনামে কোলকাতার নিউটাউন অঞ্চলের 'তাজ সিটি সেন্টার' (Taj City Centre, NewTown, Kolkata)-এর 'এম্পেরর লাউঞ্জ' (Emperor Lounge)-এ আজ থেকে শুরু হল দুদিনের 'পটচিত্র প্রদর্শনী' (Art Exhibition of Patachitra)।

'তাজ সিটি সেন্টার'-এর তরফ থেকে জানানো হয়েছে, "নারী দিবস উদযাপন উপলক্ষে আজ বেলা ১১ টা থেকে পশ্চিম মেদিনীপুরের দুই নারীর পটচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। কলাপ্রেমী উৎসুক দর্শকগণ আজ রাত ৯ টা পর্যন্ত এবং আগামীকাল বেলা ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই পটচিত্র প্রদর্শনীর আনন্দ উপভোগ করতে পারবেন।"


প্রসঙ্গত উল্লেখ্য, এক পরিবারের পুত্রবধূ ও শাশুড়ি দুজনে মিলে কোলকাতাবাসীদের সামনে নিয়ে এসেছে এই পটচিত্র প্রদর্শনী।
পম্পা চিত্রকর (Pampa Chitrakar) ও তিয়া চিত্রকর (Tiya Chitrakar)-এর সম্মিলিত প্রয়াস নিঃসেন্দহে কোলকাতাবাসীদের আনন্দ দিতে অংশত হলেও সফল হবে।


প্রদর্শনী স্থলে সঙ্গীতের সহায়তায় আধুনিককালের সামাজিক সমস্যা ও পৌরানিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত পটচিত্রগুলোর ব্যাখ্যা করছেন এই দুই মহিলা।

Comments