মুক্তি পেল রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ কাহিনীচিত্র সেভ দ্য মাদার্স


হীরক মুখোপাধ্যায়

 কোলকাতা (৫ মার্চ '২৩):- ৩ মার্চ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইণ্ডি'জ এন্টারটেনমেন্ট (Indi's Entertainment) নিবেদিত, ইন্দ্রাণী সাহা প্রযোজিত (Producer : Indrani Saha) ও শুভেন্দু দাস পরিচালিত (Director : Shuvendu Das) প্রায় দেড় ঘণ্টার রহস্য রোমাঞ্চ পূর্ণ কাহিনীচিত্র 'সেভ দ্য মাদার্স' (Save The Mother's)।

এই কাহিনীচিত্রে টলিউডের অন্যতম অভিনেতা পার্থসারথি চক্রবর্তী-তে সম্পূর্ণ ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
'নেক্রোফিলিয়াক' (Necrophiliac) রূপে পার্থসারথিকে এই কাহিনীচিত্রে মৃত মহিলা থেকে শুরু করে একাধিক মহিলার সাথে যৌন সম্পর্কে জড়াতে দেখা গেছে।
এই কাহিনীচিত্রে পার্থসারথিকে ছাড়াও দেখা যাবে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর আর এক বিশিষ্ট মুখ খরাজ মুখোপাধ্যায়কে। 



আজ নাগেরবাজার অঞ্চলের এক বিলাসবহুল প্রেক্ষাগৃহে এই কাহিনীচিত্র প্রদর্শনের আগে এই কাহিনীচিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালক শুভেন্দু দাস জানান, "নারীজীবনের বিভিন্ন ঘটনাকে পাথেয় করে নির্মিত হয়েছে এই কাহিনীচিত্র। এই কাহিনীচিত্রে মনোজগতের নানান দিকেরও সন্ধান পাবেন উৎসাহী দর্শকগণ।"


অপরদিকে এই কাহিনীচিত্রের প্রযোজক তথা অন্যতমা নায়িকা ইন্দ্রাণী সাহা জানিয়েছেন, "কাহিনীচিত্রের পরতে পরতে রয়েছে উত্তেজনা। এই সংসারে নারীদের অহরহ কীরকম সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয় এই কাহিনীচিত্র তারই এক জীবন্ত প্রতিচ্ছবি। আজকের আধুনিক দুনিয়াতে একজন স্বামীহীন একক মহিলাকে যে কীরকম দুঃসহ যন্ত্রণার মুখোমুখি হতে হয়, এই চলচ্চিত্র তারই এক জীবন্ত দলিল।"


প্রেক্ষাগৃহে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই কাহিনীচিত্রের অন্যতম অভিনেতা পার্থসারথি চক্রবর্তী জানান, "এই কাহিনীচিত্রে এমন এক চরিত্রে আমাকে দেখা যাবে যা সচরাচর মানুষেরা কোনোদিন সেভাবে শোনেননি। চরিত্রের ভেতর অনেক ধরণের রঙ রয়েছে।"

Comments