২৩ মার্চ থেকে গ্যালারি গোল্ডে শুরু হচ্ছে সেনকোর পদাবলী শৃঙ্খলার গহনার প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২০ মার্চ '২৩):- আগামী ২৩ মার্চ থেকে কোলকাতার রবীন্দ্র সরোবর লাগোয়া 'গ্যালারি গোল্ড (Gallery Gold)'-এ শুরু হচ্ছে 'সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস' (Senco Gold & Diamonds)-এর পাঁচমিশালি ধাতুর তৈরি 'পদাবলী শৃঙ্খলা' (Padawali Series)-র দ্বিতীয় গহনা প্রদর্শনী। 

সংস্থার তরফ থেকে এক লিখিত প্রেস বিবৃতিতে  জানানো হয়েছে, "২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। উৎসুক দর্শক ও ক্রেতারা প্রদর্শনী চলাকালীন নিজেদের পছন্দের শাড়ি এবং সেই শাড়ির সঙ্গে মানানসই 'পদাবলী শৃঙ্খলা'-র অন্তর্গত গলার হার, কানের দুল, চুড়ি সবই দেখতে ও কিনতে পারবেন।

'পদাবলী শৃঙ্খলা'র গহনা সামগ্রীর দাম শুরু হচ্ছে হাজার টাকা থেকে।"

বাঙালি মহিলারা সবসময়ই নিজেকে বাঙালিয়ানায় মুড়ে রাখতে চায়। এক্ষেত্রে শাড়ি ও গহনার বিকল্প বলতে গেলে কিছুই নেই। 

বাঙালির বনেদিয়ানা তথা ঐতিহ্যের পরম্পরাকে উস্কে দিতে 'সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস' এই নববর্ষের প্রাক্কালে এনেছে 'পদাবলী শৃঙ্খলা'। একই ছাদের তলায় একই সাথে মিলতে চলেছে শাড়ি ও গহনা।

'সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস'-এর নির্দেশক জয়িতা সেন (Jayeta Sen, Director, Senco Gold & Diamonds) জানিয়েছেন, "২৬ মার্চের পর থেকে 'সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস'-এর সকল দোকানে 'পদাবলী শৃঙ্খলা'-র সকল গহনা পাওয়া যাবে।"

 


Comments