ধুমধামের সাথে পালিত হল কিংকর বিঠঠল রামানুজ মহারাজের ৭৭ তম জন্মজয়ন্তী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৭ মার্চ '২৩):- গত শনিবার উত্তর ২৪ পরগনার ডানলপের সন্নিকটে অবস্থিত 'অখিল ভারত জয়গুরু সম্প্রদায়' (Akhil Bharat Joyguru Sampraday)-এর কেন্দ্রীয় কার্যালয় 'মহামিলন মঠ' (Mahamilan Math)-এ পালিত হল 'কিংকর বিঠঠল রামানুজ মহারাজ' (Kinkar Vithhthhal Ramanuj Maharaj)-এর ৭৭ তম জন্মজয়ন্তী।

প্রসঙ্গত উল্লেখ্য, সন্তা সীতারাম ওঙ্কারনাথ-এর প্রথম ১১ জন শিষ্যের অন্যতম ছিলেন 'কিংকর বিঠঠল রামানুজ মহারাজ'।

'মহামিলন মঠ'-এর মঠাধ্যক্ষ ডঃ শোভন ভট্টাচার্য ও মহাসচিব কিংকর প্রিয়নাথ চট্টোপাধ্যায় একযোগে জানান, "সীতারাম ওঙ্কারনাথ তথা কিংকর বিঠঠল রামানুজ মহারাজ-এর ভাবাদর্শ তথা বাণী বর্তমান সমাজে প্রচার ও প্রসারের লক্ষ্যে মঠের এই কার্যক্রম।"

বলে রাখা ভালো,এই মুহুর্তে 'মহানির্বাণ মঠ'-এর প্রাণপুরুষ কিংকর বিঠঠল রামানুজ মহারাজ। 

Comments