ঝুলেলাল যুবা সঙ্ঘের পরিচালনায় নিউ আলিপুরে উদযাপিত হল চেতি চাঁদ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৬ মার্চ '২৩):- দক্ষিণ কোলকাতার 'সিন্ধি সমাজ' (Sindhis Society of South Kolkata)-এর পক্ষ থেকে আজ সন্ধ্যায় নিউ আলিপুরের 'হিন্দুস্তান ক্লাব প্রাঙ্গণ' (Hindustan Club Ground at New Alipore)-এ 'ঝুলেলাল যুবা সঙ্ঘ' (Jhulelal Yuva Sangha)-র পরিচালনায় উদযাপিত হল 'চেতি চাঁদ - ২০২৩' (Cheti Chand - 2023)।

সিন্ধি সমাজ 'সিন্ধি নববর্ষ'-কে 'চেতি চাঁদ' রূপে পালন করে থাকে (Sindhi New Year Celebrated as Cheti Chand)। চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রথম দিনকেই 'চেতি চাঁদ' রূপে আখ্যায়িত করা হয়ে থাকে। এই বছর ২২ মার্চ শুরু হয়েছে 'সিন্ধি নববর্ষ'।
'চেতি চাঁদ' সিন্ধি সমাজের কাছে শুধু নববর্ষের দিন নয়, এর সাথে জুড়ে আছে তাঁদের ধর্মীয় ভাবনা। 'চেতি চাঁদ' তিথিকে তাঁরা 'ঝুলেলাল জয়ন্তী' (Birthday of Jhulelal) রূপে শ্রদ্ধার সাথে পালন করেন।
বলা হয়ে থাকে ঝুলেলাল স্বয়ং ভগবান বিষ্ণু-র বরুণ অবতার (Jhulelal is the Varuna Avtar of Lord Vishnu), সিন্ধি সমাজের দেবতা (Community Deity of Sindhis) ও সিন্ধি সমাজের প্রতীক (Community symbol of Sindhis Society)।


আজ সায়াহ্নে ফিতে কেটে একযোগে আনুষ্ঠানিকভাবে 'চেতি চাঁদ' তথা 'ঝুলেলাল জয়ন্তী'-র শুভ সূচনা করেন 'ঝুলেলাল যুবা সঙ্ঘ'-র শীর্ষ পদাধিকারী ও উপদেষ্টাগণ।



'চেতি চাঁদ' উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর উৎসব প্রাঙ্গণে রক্ষিত ঝুলেলাল-এর মূর্তির উদ্দেশ্যে সন্ধ্যা আরতি তথা শ্রদ্ধা সুমন অর্পণ করেন দক্ষিণ কোলকাতায় বসবাসকারী সিন্ধি নারীপুরুষগণ।
ধর্মীয় বর্ণনা অনুযায়ী, বারংবার বিভিন্ন অঘটনের হাত থেকে সিন্ধি সমাজকে বাঁচিয়েছেন স্বয়ং ঝুলেলাল।


অনুষ্ঠান স্থলে 'ঝুলেলাল'-এর মূল মূর্তির সামনে 'ঝুলেলাল'-এর জলাভিষেক (Jalavishek of Jhulelal)-এর দৃশ্য প্রাঙ্গণে আগত সবার নজর কেড়েছে।



অনুষ্ঠান স্থলে 'ঝুলেলাল'-এর স্মরণ পূজন শেষ হতেই দক্ষিণ কোলকাতা সিন্ধি সমাজের আপামর নরনারী বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 'চেতি চাঁদ' পালনে মেতে ওঠেন।

Comments