কোলকাতায় শুরু হলো আইসিএসআই-এর প্রথম জাতীয় মহিলা সভা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৩ মার্চ '২৩):- পশ্চিমবঙ্গ সরকারের অর্থ এবং অনুক্রম তত্ত্বাবধান (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য [Chandrima Bhattacharyay, Minister of State for Finance & Programme Monitoring (Independent Charge), Health & Family Welfare, Land & Land Reforms & Refugee Relief & Rehabilitation, Planning & Statistics, Government of West Bengal]- কে সামনে রেখে আজ থেকে কোলকাতায় শুরু হলো 'ভারতীয় কোম্পানী সচিব সংস্থান' (The Institute of Company Secretaries of India) সংক্ষেপে আই সি এস আই (ICSI)-এর দু'দিনের প্রথম জাতীয় মহিলা সভা (1st National Women's Conference in Kolkata)।


সভা শুরুর প্রাক্কালে এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে আইসিএসআই-এর তরফে মণীশ গুপ্তা (CS Manish Gupta) জানান, "এমপাওয়ারড ওমেন : ইন্সপায়ারিং আ বেটার টুমরো (Empowered Women : Inspiring a better Tomorrow)-র ভাবনাকে সামনে রেখে আজ থেকে কোলকাতায় শুরু হল দুদিনের প্রথম জাতীয় মহিলা সভা। সভা চলবে আগামীকাল পর্যন্ত।"

সাংবাদিক সম্মেলনে মণীশ গুপ্তা ছাড়াও অংশগ্রহণ করেছিলেন বি নরসিমহা (B Narasimhan), রূপাঞ্জনা দে (Rupanjana De), সৌম্যসুজিত মিশ্র (Soumya Sujit Mishra) এবং আশিস মোহন (Asish Mohan)-এর মতো বরিষ্ঠ কোম্পানী সচিবগণ।

আইসিএসআই-এর তরফে লিখিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দুদিন ব্যাপী আলোচনা সভায় 'ওমেন ইন লিডারশিপ : বিল্ডিং লিগ্যাসী ইন বোর্ডরুমস', 'ওমেন এন্টারপ্রেনার্স : ড্রাইভিং চেঞ্জ অ্যাণ্ড ইনোভেশন', 'ওমেন অ্যাচিভার্স : রোল অব ইক্যুইটি, ইনক্লুশন অ্যাণ্ড এনকারেজমেন্ট' এবং 'দ্য আর্ট অব মাইন্ডফুলনেস : মেইনটেনিং ওয়ার্ক-লাইফ ব্যালেন্স'-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে "আইসিএসআই-এর বর্তমান কার্যকরী সদস্য সংখ্যা প্রায় ৭১ হাজার এর পাশাপাশি সংস্থার ছাত্রছাত্রী সংখ্যা ২.৫ লাখের আশেপাশে।"

Comments