৭০ বছর পরেও নৃত্যে সমান পটু সুজয় ঠাকুর


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৯ মার্চ '২৩):- আজ ৪০ পেরোতেই যেখানে ঘরে ঘরে আম জনতার গাঁটে গাঁটে গেঁটে বাতের অবাঞ্ছিত যাতনা উপভোগই নিয়তির উপহার বলে বিবেচিত হচ্ছে, ঠিক সেখানে জীবনের ৭০ বছর অতিক্রম করার পরেও সুজয় ঠাকুর-এর দেহ সৌষ্ঠব ও নৃত্যের দীপ্তময় পদসঞ্চালনা সত্যিই প্রশংসা যোগ্য।

১৯৫৩ সালের আজকের দিনে সাহেবগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন সুজয় ঠাকুর।
বাণিজ্য বিভাগের স্নাতক সুজয় ঠাকুর ছিলেন 'ক্যালকাটা কয়ার'-এর অন্যতম প্রতিষ্ঠাতা। সেখানেই ডঃ শম্ভু ভট্টাচার্যের কাছে সৃজনশীল নৃত্যশিক্ষার হাতেখড়ি লাভ করেন সুজয় ঠাকুর। পরবর্তী সময়ে পিনাকী রায়, অনিতা মল্লিক, প্রদীপ্ত নিয়োগীর কাছেও তিনি নৃত্যের প্রশিক্ষণ প্রাপ্ত হন।

'জন হেনরী', 'শিঞ্জন', 'হল্লা রাজা', 'গুপি বাঘার কাণ্ড'-র মতো মঞ্চ সফল অনুষ্ঠানগুলো একসময় সুজয় ঠাকুর-কে পরিচিতি এনে দিয়েছে।

২০০৫ সালে মগজে শল্য চিকিৎসার পরেও সুজয় ঠাকুর ধীরে ধীরে আবার ফিরে এসেছেন মঞ্চে। তাঁর হার না মানা মনোভাবকে সম্মান জানাতে এবং নৃত্য জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে গত ১৫ মার্চ কোলকাতার মোহিত মৈত্র মঞ্চে যৌথভাবে এক মেলবন্ধন সন্ধ্যার আয়োজন করেছিল 'বৃন্দগান' ও 'নৃত্যায়ণ'। 

Comments