তাঁতিশালা প্রকল্পের অধীনে শুভ-র সাথে হাত মেলাল তনেইরা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৭ মার্চ '২৩):- বারুইপুর ও তৎসংলগ্ন অঞ্চলের হ্যাণ্ড ব্লক প্রিন্টার ও হ্যাণ্ড প্রিন্টারদের কাজের পরিবেশের বিকাশ সাধন তথা ভবিষ্যতের জন্য খাঁটি, ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণের কৌশল আধুনিকীকরণের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে 'তাঁতিশালা' (Weavershala) প্রকল্পের অধীনে বারুইপুরের 'শুভ' (Shuva of Baruipur)-র সাথে হাত মেলাল 'টাটা গোষ্ঠী'-র নিয়ন্ত্রণাধীন সংস্থা 'তানেইরা' (Taneira, A concern of Tata Group)।

তানেইরা-র আশা এই উদ্যোগ "সিল্ক শাড়ি, তসর শাড়ি, কটন সিল্ক শাড়ি, খাঁটি মলমল এবং তাঁত (সুতি) শাড়ির উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে।"

গাঁটছড়া বাঁধার বিশেষ মুহুর্তে হাজির থেকে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন তানেইরা-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অম্বুজ নারায়ণ (Ambuj Narayan, Chief Executive Officer, Taneira) ও শুভ-র কর্ণধার কুহেলি ভট্টাচার্য (Kuheli Bhattacharyay, Owner, Shubha)।















Comments