কোলকাতা রেলওয়ে স্টেশনে চালু হল বাংলাদেশ ভিসা ইনফরমেশন সেন্টার


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৩ মার্চ '২৩):- বাংলাদেশ সরকারের কোলকাতা দূতাবাসের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস (Andalib Elias, Deputy High Commissioner, Government of Bangladesh), পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের মণ্ডল রেল প্রবন্ধক দীপক নিগম [Dipak Nigam, Divisional Railway Manager (Sealdah) Eastern Railway] এবং ডু ডিজিটাল-এর সিএমডি রাজিন্দর রাই (Rajinder Rai, CMD, DuDigital Global)- এর উপস্থিতিতে আজ থেকে পূর্ব রেলের কোলকাতা স্টেশনে চালু হল 'বাংলাদেশ ভিসা ইনফরমেশন সেন্টার' (Bangladesh Visa Information Centre at Kolkata Railway Station )।

পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে এই কেন্দ্রের পরিচালনার দায়িত্বে থাকবে ডু ডিজিটাল গ্লোবাল।


বাংলাদেশ দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, "এই কেন্দ্র চালু হওয়ার আগে কোলকাতা তথা পশ্চিমবঙ্গবাসী সল্টলেক ও শিলিগুড়ি থেকে ডু ডিজিটাল গ্লোবাল কেন্দ্রের পরিষেবা পেলেও আজ থেকে কোলকাতা রেলওয়ে স্টেশন কেন্দ্রের মাধ্যমেও ভারতীয় নাগরিকগণ ভিসা সংক্রান্ত অদ্যতন তথ্য (Updated Information)-র পাশাপাশি সম্পূর্ণ সুনিশ্চিত ভাবে ভিসার আবেদনপত্র পূর্ণ করতে পারবেন।"

Comments