পঞ্চতত্বে বিলীন হলেন লিটিল ম্যাগাজিন সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৭ মার্চ '২৩):- পঞ্চতত্বে বিলীন হলেন কোলকাতার লিটিল ম্যাগাজিন সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১।

গত ১৫ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাঁর মরদেহ কোলকাতার অন্যতম শবদেহ সংরক্ষণাগার 'পিস হেভেন'-এ রাখা ছিল।

আজ কোলকাতা পৌরনিগম-এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত-র ব্যবস্থাপনা ও শারীরিক উপস্থিতিতে সন্দীপ দত্ত-র দেহ কলেজ স্কোয়ারে আনা হয়। শেষ শ্রদ্ধা জানাবার জন্য ওখানেই মরদেহ বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত রাখা ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, লিটিল ম্যাগাজিনের সংগ্রহশালা প্রতিষ্ঠার মাধ্যমেই আপামর রাজ্যবাসীর কাছে অমর হয়ে থাকবেন সন্দীপ দত্ত।
৭০-এর দশকে লিটিল ম্যাগাজিন নামাঙ্কিত এক সংগ্রহশালার সূত্রপাত ঘটান সন্দীপবাবু। পরবর্তী সময়ে সেই সংগ্রহশালাই হয়ে উঠেছিল শিক্ষিত ও বুদ্ধিজীবী সমাজের অন্যতম চর্চার বিষয়।

সন্দীপ দত্ত-কে শেষ শ্রদ্ধা জানাতে সশরীরে আসতে না পারলেও স্থানীয় পৌরমাতার মাধ্যমে শোকবার্তা পাঠিয়েছেন কোলকাতা পৌরনিগম-এর মহানাগরিক ফিরহাদ হাকিম ও অধ্যক্ষা মালা রায়।

প্রসঙ্গত উল্লেখ্য, সন্দীপ দত্তের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েই এগিয়ে এসেছিল কোলকাতা পৌরনিগম।
অসুস্থ থাকাকালীন ওঁনার চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেছে কলকাতা পৌরসভা।

Comments