ভাষা আন্দোলনের অন্যতম সেনানী সইফুল ইসলামের বাড়ির সংস্কার তথা সংরক্ষণ প্রয়োজন : অভিজিৎ দাস


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২১ ফেব্রুয়ারী '২৩):- ভাষা আন্দোলনের অন্যতম শহীদ সইফুল ইসলাম (Saiful Islam, Martyr, Mother Language Movement 1952)-এর কোন্নগরের বাড়ির সংস্কার তথা সংরক্ষণের দাবী তুললেন 'বিয়ণ্ড দ্য এজ কোলকাতা' (Beyond the Edge, Kolkata)-র সমন্বায়ক অভিজিৎ দাস (Avijit Das, Co-ordinator)।

আজ টালিগঞ্জ করুণাময়ী মোড় সংলগ্ন উত্তরায়ণ ক্লাব প্রাঙ্গণে হরিদেবপুর, পুটিয়ারী, বড়িশা, ঠাকুরপুকুর অঞ্চলের ক্লাব সংগঠকদের মিলিত উদ্যোগে আয়োজিত বর্ষব্যাপী 'অঙ্কন প্রদর্শনী'-র প্রচার কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে অভিজিৎ দাস এই দাবী তোলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ-এ যে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল তার অন্যতম যোদ্ধা ছিলেন পশ্চিমবঙ্গের কোন্নগরের বাসিন্দা সইফুল ইসলাম। সইফুল কোলকাতা আর্ট কলেজ থেকে তাঁর শিক্ষা সম্পূর্ণ করেছিলেন।

বর্তমান সময়ের নিরিখে ভাষা আন্দোলন ও তার ভূমিকা নিয়ে সাংবাদিকদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় অভিজিৎ দাস আরো বলেন, "এই মুহুর্তে সমাজের প্রায় সর্বস্তরে অপসংস্কৃতি রূপে চেপে বসেছে অপভাষা, অপসঙ্গীত-এর মতো অবগুণ সম্পর্কিত বিভিন্ন বিষয়। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া এই অপসংস্কৃতির বিরুদ্ধে শিক্ষিত তথা সংস্কৃতিমনস্ক ব্যক্তিদের একযোগে রুখে দাঁড়াতে হবে।"


সংস্থার আহ্বায়ক সঞ্জয় মজুমদার (Sanjoy Majumder, Convenor, Beyond the Edge, Kolkata) বলেছেন, "কোথায় যেন মনে মনে হচ্ছে ধীরে ধীরে বাঙালীয়ানার উপর অনভিপ্রেত তথা সম্পূর্ণ অনাকাঙিক্ষত রূপে এক ভিন সংস্কৃতির চাপ দেওয়ার প্রচেষ্টা সুকৌশলে শুরু হয়ে গেছে। বাংলা ও বাঙালীকে তাঁদের আপন অস্বস্তিকে বজায় রাখতেই আজ আরো বেশি করে একীভূত হতে হবে।
বাংলার অঙ্কন শৈলী সহ যা যা বাংলার নিজস্ব ঐতিহ্য তাকে সগৌরবে রক্ষা করতে হবে। এরই ফলশ্রুতি রূপে 'বিয়ণ্ড দ্য এজ, কোলকাতা'-র এগিয়ে চলা। 


অনুষ্ঠান স্থলে দাঁড়িয়ে 'বিয়ণ্ড দ্য এজ, কোলকাতা'-র মহাসচিব দীপঙ্কর চ্যাটার্জি (Dipankar Chatterjee, General Secretary, Beyond the Edge, Kolkata) জানান, "আর্ট দিবস-কে মাথায় রেখে পয়লা বৈশাখ স্থানীয় অঞ্চলের বিদ্যালয়, মহাবিদ্যালয় সহ ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠানের সদস্যবৃন্দদের নিয়ে একটা শোভাযাত্রা বের হবে।" 

Comments