প্রকাশিত হল অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের জীবনী মূলক গ্রন্থ আমি বিপ্লব


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৮ ফেব্রুয়ারী '২৩):- দুই চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায় (Sandip Roy, Film Director) ও বীরেশ চ্যাটার্জি (Biresh Chatterjee, Film Director) এবং টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chattopadhyay, Actor) ও শিবাজি মুখার্জি (Shibaji Mukherjee, Actor)-র উপস্থিতিতে আজ কোলকাতা প্রেস ক্লাব (Press Club Kolkata)-এ প্রকাশিত হল বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chattopadhyay, Veteran Theatre & Film Actor)-এর জীবনী মূলক গ্রন্থ (Biography) 'আমি বিপ্লব' (Ami Biplab)।
'কোলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা' চলাকালীন 'দীপ প্রকাশন' (Deep Prakashan) প্রকাশ (Publish) করল জীবনী মূলক এই গ্রন্থ।


'দীপ প্রকাশন'-এর পক্ষ থেকে দীপ্তাংশু মণ্ডল (Diptangshu Mondal, Proprietor, Deep Prakashan) জানিয়েছেন, "আজ কোলকাতা প্রেস ক্লাবে বিপ্লব চট্টোপাধ্যায়-এর উপস্থিতিতে এই গ্রন্থের আবরণ উন্মোচিত হয়। এই গ্রন্থ লিখেছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক সুমন গুপ্ত (Suman Gupta, Author, Ami Biplab)।"

Comments