জরুরী প্রয়োজনের সময় রক্তদাতাদের সুলুক সন্ধান দেওয়ার উদ্দেশ্যে রোটারি ক্যালকাটা মহানগর আনল বিশেষ অ্যাপ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৯ ফেব্রুয়ারী '২৩):- জরুরী প্রয়োজনের সময় রক্তদাতাদের সুলুক সন্ধান দেওয়া তথা রক্তগ্রহীতা ও রক্তদাতাদের মধ্যে যোগাযোগের সেতু তৈরির জন্য 'রোটারি ক্যালকাটা মহানগর' (Rotary Calcutta Mahanagar) আনল বিশেষ 'অ্যাপ' (App)।

আজ 'কোলকাতা প্রেস ক্লাব' (Press Club Kolkata)-এ বিশিষ্ট চিকিৎসক শিল্পা ভারতীয়া (Dr. Shilpa Bhartia, Haematologist), 'রোটারি ক্যালকাটা মহানগর'-এর অধ্যক্ষ মণীশ বিয়ানী (Manish Biyani, President, Rotary Calcutta Mahanagar), 'রোটারি ইন্টারন্যাশনাল'-এর ২১-২২ সালের অধ্যক্ষ শেখর মেহতা (Shekhar Mehta, President, Rotary International '21-'22), পিয়ারলেস হসপিটাল-এর অ্যাকাডেমিক কোয়ালিটি অ্যাণ্ড রিসার্চ-এর ক্লিনিক্যাল ডিরেক্টর ডাঃ শুভ্রজ্যোতি ভৌমিক (Dr. Shubhrajyoti Bhowmik, Clinical Director, Academic Quality & Research, Peerless Hospital) এবং 'রোটারি ক্যালকাটা মহানগর'-এর সদস্যা অপর্ণা বিয়ানী (Aparna Biyani, Member, Rotary Calcutta Mahanagar)-এর উপস্থিতিতে 'ব্লাডলাইন প্লাস' (Bloodline Plus) নামাঙ্কিত বহু প্রতিক্ষিত এই অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

'রোটারি ক্যালকাটা মহানগর'-এর তরফ থেকে জানানো হয়েছে, "এই অ্যাপ-এর মাধ্যমে ২০ হাজার রক্তদাতাদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে। অ্যাপ-এ পরিস্কার ভাবে ঘোষণা করা আছে কোনো অবস্থাতেই রক্তদানের বিনিময়ে রক্ত গ্রহীতার কাছ থেকে রক্তদাতা অর্থ সংগ্রহ করতে পারবেন না।"

'রোটারি ক্যালকাটা মহানগর'-এর তরফ থেকে জানানো হয়েছে, "কোলকাতা রাজভবনকে কেন্দ্র করে ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী নাগরিক সরাসরি এই অ্যাপ-এর ফলে লাভবান হবেন।" 

Comments