হায়দরাবাদের কানহা শান্তি বনে উন্মোচিত হল হার্টফুলনেস ইন্টারন্যাশনাল স্পোর্টস সেন্টার


এম রাজশেখর 

হায়দরাবাদ (২৭ ফেব্রুয়ারী '২৩):- ভারত সরকারের ক্রীড়া মন্ত্রক, খেলো ইণ্ডিয়া, ফিট ইণ্ডিয়া এবং পুল্লেলা গোপীচান্দ ব্যাডমিন্টন অ্যাকাডেমি-র যৌথ সহযোগিতায় আজ জাতির উদ্দেশ্যে সমর্পিত হল হায়দরাবাদের 'হার্টফুলনেস ইন্টারন্যাশনাল স্পোর্টস সেন্টার' (Heartfulness International Sports Centre, Hyderabad)।

কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার, যুব ও ক্রীড়া বিষয়ক বিভাগের মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur, MIC Information & Broadcasting, Youth Affairs & Sports, Government of India), তেলেঙ্গানা সরকারের নিবারণ ও আবগারি, ক্রীড়া ও যুব কৃত্যক, পর্যটন ও সংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব বিষয়ক বিভাগের মন্ত্রী শ্রীনিবাস গৌড় (Shrinivas Goud, MIC Prohibition & Excise, Sports & Youth Services, Tourism & Culture & Archaeology of Telangana, Government of Telangana), ভারতীয় জাতীয় ব্যাডমিন্টনে দলের মুখ্য প্রশিক্ষক পুল্লেলা গোপীচান্দ (Pullela Gopichand, Chief National Coach, Indian Badminton Team) ও শ্রী রামচন্দ্র মিশনের অধ্যক্ষ ও হার্টফুলনেস মেডিটেশন ওয়ার্ল্ডওয়াইড-এর প্রশিক্ষক কমলেশ পটেল 'দাজি' (Kamalesh Patel 'Daaji', Guide of Heartfulness Meditation Worldwide & President Shri Ram Chandra Mission)-এর উপস্থিতিতে হায়দরাবাদের কানহা শান্তি বন (Kanha Shanti Vanam, Hyderabad)-এ শুরু হল 'হার্টফুলনেস ইন্টারন্যাশনাল স্পোর্টস সেন্টার'-এর পথচলা।

নব্য উন্মোচিত ক্রীড়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ৫৪,৬৮০ বর্গফুট (54,680 Sq.ft area) জায়গার উপর নির্মিত হয়েছে এই ক্রীড়া প্রশিক্ষণ সংস্থা।
এই ক্রীড়া কেন্দ্রে রয়েছে ১৪ টা ব্যাডমিন্টন কোর্ট (14 Badminton Courts), ৩ টে স্কোয়াশ কোর্ট (3 Squash Courts) সহ সাঁতার শেখার উপযুক্ত ৩০ মিটার স্যুইমিং পুল (30 Meters Swimming Pool)।

Comments