সরকারী ঘোষণার পর উডল্যাণ্ডস থেকে কোরনার বুস্টার ডোজ দেওয়া হবে


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১০ ফেব্রুয়ারী '২৩):- ১৮ উর্ধ ব্যক্তিদের জন্য 'কোভিড ১৯' (Covid 19)-এর প্রতিষেধক নোসাল ড্রপ (Nosal Drop) রূপে কোলকাতায় এল 'ভারত বায়োটেক' (Bharat Biotech) নির্মিত নতুন কোরোনা ভ্যাকসিন (Corona Vaccine) 'ইনকোভ্যাক' (iNCOVACC)।

কোলকাতার 'উডল্যাণ্ডস মাল্টিস্পেশালিটি হসপিটাল লিমিটেড'-এর পক্ষ থেকে ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রূপালী বসু (Rupali Basu, M.D. & C.E.O., Woodlands Multispeciality Hospital Limited, Kolkata) গতকাল এক প্রেস বিবৃতি জারি করে জানিয়েছেন, "সরকারী পর্যায়ে ঘোষণার পর কেবলমাত্র বুস্টার ডোজ (Booster Dose) হিসেবেই এই নোসাল ভ্যাকসিন নেওয়া যাবে। কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নেওয়ার ছয় মাস বা তার বেশি সময় অতিক্রান্ত হলে তবেই এই নোসাল ভ্যাকসিন পাওয়া যাবে। যে কোনো নাগরিক ৯৯০ টাকার বিনিময়ে উডল্যাণ্ডস মাল্টিস্পেশালিটি হসপিটাল লিমিটেড থেকে এই বুস্টার ডোজ নিতে পারবেন।"

Comments