দেড়শতাধিক আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাদান ও অন্যান্য সামগ্রী প্রদান করল সুহৃদ ক্লাব ও ব্যায়ামাগার

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৯ ফেব্রুয়ারী '২৩):- 'শিক্ষা শিবির ও সেবা কার্য'-র মাধ্যমে সম্প্রতি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সংলগ্ন বাঘমুণ্ডি থানার অধীন যাদুগোড়া গ্রামের বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতন (Vidyasagar Shishu Shiksha Niketan, Village : Jadugora, Police Station : Baghmundi, Near Ayodhya Hill, District : Purulia)-এর দেড়শতাধিক আদিবাসী শিক্ষার্থীদের তিনদিন ব্যাপী শিক্ষাদান (3 days free teaching)-এর পাশাপাশি খাদ্য সামগ্রী (Along with food) তুলে দিল কোলকাতার 'মহেন্দ্র সরকার স্ট্রীট সুহৃদ ক্লাব ও ব্যায়ামাগার' (Mahendra Sarkar Street Suhrid Club & Byamagar)।

 সমাজসেবী সংস্থার সহাধ্যক্ষ মদনমোহন গুড়ে (Madan Mohan Gude, Vice President) সংবাদমাধ্যমকে জানান, "বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের পরিচালন সমিতির সম্পাদক রামনাথ মুর্মু (Ramnath Murmu, Secretary, Managing Committee, Vidyasagar Shishu Shiksha Niketan)-র উপস্থিতিতে দেড়শতাধিক শিশু শিক্ষার্থীদের তিনদিন ধরে নিঃশুল্ক শিক্ষাদানের সাথে তাঁদের হাতে দৈনিক চার বেলা করে পর্যাপ্ত খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সকলের হাতে পোশাক, বিছানার চাদর, মশারি ও শীতবস্ত্র রূপে কম্বল তুলে দেওয়া হয়েছে।"


সংস্থার সেবাকার্য উপসমিতির পক্ষে পরেশনাথ কর, অজিত সাউ, রানা সেন [Paresh Nath Kar, Ajit Shaw, Rana Sen, Members of Sub-Committee (Services)] একযোগে জানান, "আমরা আমাদের অপর ক্লাব সদস্য অশোক দে, প্রশান্ত পাত্র, রবীন্দ্রনাথ জানা, প্রবাল কুমার, অনিল দাস, সুরজিৎ কুন্ডু, অনুপকুমার ঘোষ, পিউ বিশ্বাস ও ঐশ্বরিয়া দে সহ অন্যান্যদের সার্বিক সহযোগিতা নিয়ে এই সেবাকার্য সফল ভাবে সম্পন্ন করতে সমর্থ হয়েছি।" 


প্রসঙ্গত উল্লেখ্য, সমাজসেবী সংস্থা রূপে ইতিমধ্যে অনেকের নজর কেড়েছে 'মহেন্দ্র সরকার স্ট্রিট সুহৃদ ক্লাব ও ব্যায়ামাগার'। বর্তমান সময়ে মানবহিতৈষি কাজে তাঁদের অবদান কম নয়। সাম্প্রতিক অতীতেও বিভিন্ন মানবসেবা মূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল এই সংগঠন।

Comments