অণু কুম্ভমেলা উপলক্ষ্যে ত্রিবেণীতে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করল ডাব্লু বি ও এফ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৫ ফেব্রুয়ারী '২৩):- 'অণু কুম্ভমেলা' (Anu Kumbhamela) উপলক্ষ্যে গতকাল হুগলী জেলার ত্রিবেণী (Tribeni, Hooghly)-তে সমবেত হওয়া সাধক সম্প্রদায় সহ দুঃস্থদের হাতে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী (Distribute Blankets & Foods) তুলে দিল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)।

'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর কর্ণধার কালীদাস কর্মকার (Kalidas Karmakar, Settler & Trustee, WBOF) জানিয়েছেন, "সংস্থার সাধারণ সম্পাদক সৌম দলুই (SoumyaDolui, General Secretary & Trustee, WBOF), কোষাধ্যক্ষ ডেভিড কিশোর হেমব্রম (David Kishore Hembram, Treasurer & Trustee, WBOF)-এর ঐকান্তিক উদ্যোগ ও সহযোগিতায় 'অণু কুম্ভমেলা'-র মতো এক পবিত্র স্থানে দান ধ্যানে ব্রতী হওয়া সম্ভব হয়েছে।"


অন্যদিকে সংস্থার অছিপরিষদ-এর অপর দুই সদস্য সৌম দলুই ও ডেভিড কিশোর হেমব্রম একযোগে জানিয়েছেন, "এই মহতী কর্মকাণ্ডকে সুনিপুণ ভাবে সমাপন করতে আমরা একদিকে যেমন একাধিক ব্যক্তির নৈতিক সমর্থন পেয়েছি ঠিক সেরকম ভাবে বাপি সুর, প্রবীর সরকার ও মেহবুব আলম-এর যুবশক্তির সশরীরে উপস্থিতিও উপভোগ করেছি।"

সংস্থার তরফ থেকে কালীদাস কর্মকার আরো বলেছেন, "কত জনের হাতে শীতবস্ত্র বা খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল, সেটা বড়ো কথা নয়। আমাদের কর্মকাণ্ডে যদি একজনের মুখেও স্বস্তির হাসি ফোটে সেটাই বড়ো পাওনা।"

Comments