দীপ্তিময় চট্টোপাধ্যায় স্মৃতি নাট্য সম্মানে ভূষিত হলেন গৌতম মুখোপাধ্যায়


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৪ ফেব্রুয়ারী '২৩):- 'দীপ্তিময় চট্টোপাধ্যায় স্মৃতি নাট্য সম্মান ২০২৩' (Diptimoy Chattopadhyay Memorial Drama Award 2023)-এ ভূষিত হলেন প্রখ্যাত নট তথা নাট্যকার ও নাট্য নির্দেশক গৌতম মুখোপাধ্যায় (Goutam Mukhopadhyay)।

'কালিন্দী নাট্যসৃজন'-এর পক্ষ থেকে সম্পাদক বিল্বদল চট্টোপাধ্যায় (Bilwadal Chattopadhyay, Secretary, Kalindi Natyasrijan) জানিয়েছেন, "গত ১২ ফেব্রুয়ারী কোলকাতার অকাদেমি অব ফাইন আর্টস (Academy of Fine Arts, Kolkata)-এ আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানের মঞ্চে শ্রী মুখোপাধ্যায়-কে সম্মানিত করা হয়েছে।"


প্রসঙ্গত উল্লেখ্য, ১৪ টা পূর্ণাঙ্গ ও ৬ টা ছোটো নাটক প্রযোজনার অভিজ্ঞতা নিয়ে ২৩ তম বর্ষে পদার্পণ করল 'কালিন্দী নাট্যসৃজন'।
বাৎসরিক অনুষ্ঠানের তিথিকে স্মরণীয় করে রাখতে উজ্জ্বল চট্টোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে বিল্বদল চট্টোপাধ্যায়-এর নাট্য নির্দেশনায় 'কালিন্দী নাট্যসৃজন' এবার প্রযোজনা করল তাদের নতুন নাটক 'পটের বিবি' (New Drama : Pater Bibi)। এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ঊর্নাবতী সেন।

Comments