ভারত সরকারের নবম পিএসইউ সম্মানে ভূষিত হল ব্রিজ অ্যাণ্ড রুফ কোম্পানী (ইণ্ডিয়া)


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২১ ফেব্রুয়ারী '২৩):- ভারত সরকারের 'নবম পিএসইউ পুরস্কার' (Governance Now 9th PSU Award)-এ ভূষিত হল ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রকের অধীন 'মিনি রত্ন' (Mini Ratna) খেতাব জয়ী 'সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেজ' (CPSE) সংস্থা ব্রিজ অ্যাণ্ড রুফ কোম্পানী ভারত [Bridge & Roof Company (India)]।

১৬ ফেব্রুয়ারী দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র (Dipak Mishra, Former Chief Justice of India)-র হাত থেকে ব্রিজ অ্যাণ্ড রুফ কোম্পানী (ভারত)-র অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক রাজেশকুমার সিং [Rajesh Kumar Sing, Chairman & Managing Director, Bridge & Roof Company (India)] এই পুরস্কার গ্রহণ করেন।


 দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে 'পিএসইউগুলোর-এর বিবর্তিত ভূমিরূপ' (Evolving Landscape of PSUs) নামাঙ্কিত এক আলোচনা চক্রেও মূল বক্তা রূপে উপস্থিত বিদগ্ধজনদের প্রশংসা কুড়িয়েছেন রাজেশকুমার সিং।

Comments