সৃজনশীল প্রতিভার স্ফূরণের মাধ্যমে সমাপ্ত হল আইএনআইএফডি সল্টলেকের বাৎসরিক প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১২ ফেব্রুয়ারী '২৩):- বিবিধ কার্যকলাপের মাধ্যমে গতকাল শেষ হল সল্টলেকের 'ইন্টার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন' সংক্ষেপে আইএনআইএফডি (Inter National Institute of Fashion Design @ INIFD Saltlake)-এর ত্রিদবসীয় বাৎসরিক প্রদর্শনী 'অ্যানুয়াল ফ্যাশন অ্যাণ্ড লাইফস্টাইল এক্জিবিজন এক্সপ্লোডিয়া '২৩ (Annual Fashion & Lifestyle Exhibition Explodia '23)।

সংস্থার ফ্যাশন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান জন সেনগুপ্ত (John Sengupta, HoD Fashion Designing, INIFD Saltlake) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার ঝলক ফুটে বেরিয়েছে। এই কথা এখন জোর দিয়ে বলা যায়, বিশ্ব মানের প্রদর্শনীর থেকে কোনো অংশে কম ছিলনা আমাদের এই বছরের প্রদর্শনী।"

শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টিরিয়র ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান শ্রীময়ী ঘোষ (Shreemoyee Ghosh, HoD, Interior Designing, INIFD Saltlake) বলেছেন, "কমবেশি ৩৫০ ছাত্রছাত্রী ১৬ টা বিভাগের উপর সাজিয়েছিলেন তাঁদের এই বছরের বাৎসরিক প্রদর্শনী।"

অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যক্তিত্ব অর্ণব রায় (Arnab Roy, Centre Manager, INIFD Saltlake) নিজের বক্তব্য পেশ করতে গিয়ে জানিয়েছেন, "শিক্ষককুল ও শিক্ষাকর্মীদের সহায়তা নিয়ে এই বছর ছাত্রছাত্রীরা যে প্রদর্শনী উপস্থাপন করেছে তা সত্যি প্রশংসার দাবী রাখে।"

এই প্রদর্শনীর মূল কুশীলব অর্থাৎ সংস্থার ছাত্রছাত্রীরা জানিয়েছেন "বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য অধ্যাপকদের সুপরামর্শকে পাথেয় করে এই প্রদর্শনীর পূর্ণতা দিতে আমাদের সময় লেগেছে কমবেশি ৩ মাস।"

প্রসঙ্গত উল্লেখ্য, 'আইএনআইএফডি সল্টলেক'-এর এই বছরের বাৎসরিক অনুষ্ঠানের ভাবনা ছিল 'এক্সপ্লোডিয়া' (Theme of this year Explodia)। 'স্বদেশী' (Swadeshi)-কে পাথেয় করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সমবেত ভাবে উপস্থাপন করেছেন 'এক্সপ্লোডিয়া'।
















Comments