নেতাজী জন্মজয়ন্তীকে উপলক্ষ্য করে শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়লেন কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৩ জানুয়ারী '২৩):- নেতাজী সুভাষচন্দ্র বসু-র ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়লেন 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট' (Kingston Educational Institute)-এর ছাত্রছাত্রীগণ।
আজ সকাল ১০ টা নাগাদ বারাসাত হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনী সংঘ-র প্রাঙ্গণ থেকে এই দৌড় শুরু হয়ে শেষ হয় 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট'-এর মূল ফাটকে।


টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chattopadhyay, Actor) ও অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarker, Actress) এবং প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আই লিগ দলের টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas, Sports Personality & Ex MLA)-এর উপস্থিতিতে মশাল জ্বালিয়ে 'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়'-এর আনুষ্ঠানিক সূচনা করেন 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট'-এর সম্পাদক ঊমা ভট্টাচার্য (Uma Bhattacharyay, Secretary, KEI)এবং সভাপতি তিপম ভট্টাচার্য (Tipam Bhattacharyay, President, KEI)।


'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়' শেষ হওয়ার পর 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট' প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট'-এর লোগো সমেত জার্সির উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা পদ্মশ্রী ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী সিকদার (Padmashree Jyotirmoyee Sikdar), অভিনেত্রী তথা বিধায়ক দেবশ্রী রায় (Debashree Roy, Actress Cum MLA), অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar, Actress) ও অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chattopadhyay, Actor) সহ শিক্ষা প্রতিষ্ঠানের দুই কর্ণধার ঊমা ভট্টাচার্য এবং তিপম ভট্টাচার্য।

'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট'-এর তরফ থেকে সভাপতি তিপম ভট্টাচার্য জানিয়েছেন, " 'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়' অনুষ্ঠান থেকে যে অর্থ সংগৃহীত হল, সেই অর্থ সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে।" 

Comments